X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মহাত্মা গান্ধী ও নেতাজী ব্যর্থ হলেও বঙ্গবন্ধু সফল হয়েছেন: শিল্পমন্ত্রী

ঝালকাঠি প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৬, ০৯:৪৮আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১০:১৪

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘মহাত্মা গান্ধী ও নেতাজী ব্যর্থ হয়েছিলেন। কিন্তু একমাত্র নেতা বঙ্গবন্ধুই সফল হয়েছিলেন অসহযোগ আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে। ভারতের তৎকালীন নেতারাই স্বীকার করেছেন মহাত্মা গান্ধী ও নেতাজী সুভাষ চন্দ্রের চেয়ে বঙ্গবন্ধুর সমন্বয় অনেক বড়। বঙ্গবন্ধুর ডাকেই মানুষ অসহযোগ আন্দোলন করেছে আবার তার ডাকেই সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল।’

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঝালকাঠি মুক্ত দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শনিবার দুপুরে মুক্তিযোদ্ধাদের উদ্দেশে মন্ত্রী এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে শিল্পমন্ত্রী আরও বলেন, ‘মুক্তিযোদ্ধারা নিজেদের মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার বীরত্বগাঁথা, ইতিহাস আর হত্যা-নির্যাতনের কথা সঠিকভাবে তার নিজের পরিবার কিংবা সমাজের কাছে তুলে ধরতে পারেনি। আজকের প্রজন্ম মুক্তিযোদ্ধের প্রকৃত ইতিহাস না জানার কারণেই বিপথগামী হচ্ছে। যে ভুলের মাসুল দিতে হচ্ছে। আর এ কারণেই বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি ক্ষমতায় এসেছে। নিজামী-মুজাহিদের গাড়িতে পতাকা উড়েছে।’ পরিবার এবং পাড়া-প্রতিবেশির কাছে মুক্তিযুদ্ধের ত্যাগ ও বীরত্বগাঁথা তুলে ধরতে শিল্পমন্ত্রী মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘মুক্তিযোদ্ধাদের আবাসনের তালিকা প্রধানমন্ত্রী চেয়েছেন। পর্যায়ক্রমে সব মুক্তিযোদ্ধার আবাসনের ব্যবস্থা করা হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, পিপি অ্যাডভোকেট আ. মান্নান রসুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ বায়জিদ প্রমুখ। ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। পরে মন্ত্রী মুক্তিযোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।

এর আগে ঝালকাঠি সিভিল সার্জন ও পৌরসভার যৌথ উদ্যেগে শনিবার সকাল ১০ টার সময় ভিটামিন‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন মন্ত্রী আমির হোসেন আমু এমপি।

আরও পড়ুন- 


নাসিক নির্বাচনে বিরোধ নিষ্পত্তিতে অভিনব কৌশল আ.লীগের

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?