X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নার্গিস হত্যাচেষ্টা মামলা: দ্বিতীয় দফায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ

সিলেট প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৬, ১৭:৫১আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৩

নার্গিস হত্যাচেষ্টা মামলা

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় দ্বিতীয় দিনে আরও ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরোর আদালতে তাদের সাক্ষ্য নেওয়া হয়। আদালত মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ১৫ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালতের বিচারক।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মাহফজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলায় ৩৭ জন সাক্ষীর মধ্যে প্রথমদফায় ১৭ জন ও দ্বিতীয় দফায় আরও ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। সাক্ষ্য গ্রহণের সময় বদরুল আদালতে উপস্থিত ছিল।’

এ মামলায় আরও ৫ জনের সাক্ষ্যগ্রহণ অবশিষ্ট রয়েছে বলে জানা যায়। এ বিষয়ে এপিপি জানান, আরও দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়ে গেলেই যেকোনও সময় আদালত রায় ঘোষণার দিন নির্ধারণ করবেন। মামলার পরবর্তী সাক্ষ্য নেওয়া হবে আগামী ১৫ ডিসেম্বর।

আদালত সূত্রে জানা যায়, রবিবার (১১ ডিসেম্বর) আদালতে সাক্ষ্য দিয়েছেন খাদিজার বাবা মাসুক মিয়া, মা মনোয়ারা বেগম, বদরুলের ১ম জবানবন্দি গ্রহণকারী সিলেট মহানগরের অতিরিক্ত বিচারিক হাকিম উম্মে সরাবন তহুরা, সিলেট ওসমানী হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আতাউল গণি, মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার পুলিশ পরিদর্শক হারুনুর রশীদ, প্রত্যক্ষদর্শী তামান্নাসহ আরও কয়েকজন।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৫১ পৃষ্ঠার ডকেটে ও ৮ পৃষ্ঠার চার্জশিটের সঙ্গে অন্য আলামতের বিবরণসহ (সাব-অর্ডিনেট পেপার) সংযুক্ত করা হয়েছে। সাক্ষী হিসেবে ভিকটিম খাদিজা আক্তার নার্গিস, মামলার বাদী খাদিজার চাচা আব্দুল কুদ্দুসসহ ৩৭ জনের নাম রাখা হয়। নার্গিসের ওপর হামলার পর মামলা হওয়ার এক মাস পাঁচ দিনের মাথায় মহানগর পুলিশের শাহপরাণ থানার উপপরিদর্শক হারুনুর রশিদ ৮ নভেম্বর অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করেন।

১৫ নভেম্বর আদালতে অভিযোগপত্রের শুনানি শেষে তা গৃহীত হয়। সিলেট মহানগরের অতিরিক্ত বিচারিক হাকিম উম্মে সরাবন তহুরা এক আদেশে মামলাটি মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে স্থানান্তরের নির্দেশ দিয়ে ২৯ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করেন। ওইদিন সিলেটের মুখ্য মহানগর হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালতে মামলার একমাত্র আসামি বদরুল আলমকে হাজির করা হয়। আসামির কাঠগড়ায় উপস্থিত বদরুলের সামনেই অভিযোগ গঠনের শুনানি হয়।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি