X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে মায়ের মৃত্যু, মেয়ে নিখোঁজ

বরিশাল প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৭

বরিশাল

বরিশাল সদর উপজেলার লাহারহাট এলাকায় দুটি স্পিড বোটের সংঘর্ষে নেসপতি বেগম (৩৫) নামে এক গৃহবধূ  নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। একইসঙ্গে নদীতে পড়ে নিখোঁজ রয়েছে নিহতের মেয়ে সাহেরি আক্তার (১৩)। তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের তৎপরতা চলছে বলে জানান বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলাউদ্দিন।

শুক্রবার রাতে কীর্তনখোলা নদীর সাহেবেরহাট চ্যানেলের করাইতলা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। দুর্ঘটনার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন  বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি মাহবুব আলম।

এ দুর্ঘটনায় ৮ যাত্রীর মধ্যে গুরুতর আহত ডা. প্রদীপ কুমারসহ অন্যদের বরিশাল শেবাচিম হাসপাতালে এবং অন্যদের স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। 

নিহত নেসপতি বেগম (৩৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম সরোয়ারের স্ত্রী। ঘটনার সময় ডা. গোলাম সরোয়ার ওই স্পিড বোটেই ছিলেন।

ওসি মাহবুব আলম জানান, ভোলা থেকে স্পিডবোটে করে  সপরিবারে বরিশালের উদ্দেশে আসছিলেন ডা. গোলাম সরোয়ার। পথে করাইতলা পয়েন্টে বরিশাল থেকে ভোলাগামী বিপরীতমুখী অপর একটি স্পিড বোটের সঙ্গে তাদের বোটের সংঘর্ষ হয়। এতে দুটি বোটই ডুবে যায়। সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন ডা. সরোয়ারের স্ত্রী ও শিশুটি। 

বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলাউদ্দিন জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিরা স্ত্রী নেসপতি বেগমকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা স্পিডবোট মালিক সমিতির সভাপতি কালাম শরীফ বাংলা ট্রিবিউনকে বলেন, বরিশাল থেকে আট জন এবং ভোলা থেকে চার জন যাত্রী স্পিডবোট দুটি রিজার্ভ করে গন্তব্যে ফিরছিলেন। কালাম শরীফ মনে করেন, কুয়াশার কারণে পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও