X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘সাঈদীপুত্র কৌশলে আমার হাতে সম্মাননা তুলে দেয়’

পিরোজপুর প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৬, ১০:৫৪আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ১১:০১

পিরোজপুরে মুক্তিযোদ্ধার ব্যানারে মানববন্ধন পিরোজপুরের জিয়ানগরে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদী’র ছেলে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীর কাছ থেকে সম্মাননা নিয়ে সমালোচনার স্বীকার হন জিয়ানগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মানবতাবিরোধী অপরাধ মামলার বাদী মাহাবুবুল আলম। তবে তিনি দাবি করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা আ’লীগের সভাপতির হাত থেকে সম্মাননা নেওয়ার সময় মাসুদ সাঈদী কৌশলে তার হাতে সম্মাননা তুলে দেন। একারণে তখন তিনি বিষয়টির প্রতিবাদ করতে পারেননি।

শনিবার মুক্তিযোদ্ধা কমান্ডার ও আওয়ামী লীগ সভাপতি এবং সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবিতে এক মানববন্ধনে অংশ নিয়ে মাহাবুবুল আলম এসব কথা বলেন। তিনি সাঈদীর বিরুদ্ধে করা মানবতাবিরোধী মামলার বাদী।

শনিবার দুপুরে জিয়ানগরের সব মুক্তিযোদ্ধার ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন তিনি। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ হাওলাদার, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক সেন্টু, সহযোগী কমান্ডার ফরিদুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা ও সাঈদীর বিরুদ্ধে করা যুদ্ধাপরাধ মামলার সাক্ষী রুহুল আমিন নবীন, মুক্তিযোদ্ধা আবুল কালাম সেপাই প্রমুখ। মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেন মাসুদ সাঈদী

বক্তারা দাবি করেন উপজেলা প্রশাসনে উদ্যোগে বিজয় দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি সভায় উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামানসহ আওয়ামী লীগের নেতারা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বেলায়েত হোসেন হাওলাদার, সাবেক কমান্ডার আব্দুল লতিফ হাওলাদার উপস্থিত ছিলেন। এরা সবাই মিলে অনুষ্ঠানের বিভিন্ন কমিটি গঠন করেন। সেখানে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীকে অর্থ কমিটির আহ্বায়ক নির্বাচিত করা হয় এবং তার নেতৃত্বেই সব আয়োজন সম্পন্ন হয়। তখন মাসুদ সাঈদীর উপস্থিতি নিয়ে কেউ কোনও আপত্তি তোলেননি।

সাঈদীর ছেলের হাত থেকে পুরস্কার নেওয়া এবং মানববন্ধনে দাঁড়ানোর বিষয়ে মাহবুবুল আলমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমানের হাত থেকে সম্মাননা নেওয়ার সময় সাঈদীপুত্র মাসুদ সাঈদী কৌশলে আমার হাতে সম্মাননা তুলে দেন। তখন আমি প্রতিবাদ করতে পারিনি। কারণ উপজেলা আওয়ামী লীগ মাসুদ সাঈদীকে সহযোগিতা করেছে।’

মানববন্ধনে মুক্তিযোদ্ধাদের দাবির বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে মাসুদ সাঈদীর কোনও আঁতাত নেই। আর কখনও ছিলও না।’

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা তুলে দেন মাসুদ সাঈদী। এরপর তিনি এ অনুষ্ঠানের ছবি তার ফেসবুক আইডিতে পোস্টে করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এ ঘটনায় জিয়ানগর উপজেলার ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম মিজানুল হককে গত ১৯ ডিসেম্বর ইন্দুরকানী থানা থেকে পিরোজপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয় এবং ২১ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চুকে বরগুনার বামনা উপজেলায় বদলি করা হয়।

আরও পড়ুন- 


জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ প্রস্তাব গৃহীত

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপ টফিতে
টি-টোয়েন্টি বিশ্বকাপ টফিতে
ঘরে নারীদের কাজের আর্থিক মূল্য নির্ধারণে পদক্ষেপ নেওয়ার সুপারিশ
ঘরে নারীদের কাজের আর্থিক মূল্য নির্ধারণে পদক্ষেপ নেওয়ার সুপারিশ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
চতুর্থ ধাপে যে ৫৫ উপজেলায় ভোট
চতুর্থ ধাপে যে ৫৫ উপজেলায় ভোট
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী