X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ৩১ শিক্ষার্থীর টাকা আত্মসাতের অভিযোগ

বরিশাল প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৬, ১৮:১৮আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ১৮:২১

বরিশাল বরিশালের সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের ৩১ শিক্ষার্থীর ফরম জমা দেওয়ার টাকা আত্মসাতের করার অভিযোগ পাওয়া গেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ইব্রাহিম বাবু কলেজের ছাত্র সংসদের সমাজসেবা বিষয়ক সম্পাদক।

২৪ নভেম্বর সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজে ডিগ্রি পরীক্ষার ফরম পূরণ শুরু হয় এবং ১৮ ডিসেম্বর শেষ হয়।

কলেজের হিসাব সহকারী আজাহার আলী সরদার বলেন,  আমি ৫১৪ জন শিক্ষার্থীর ফরম পূরণের টাকা গ্রহণ করে অনলাইনের দায়িত্বে থাকা পরীক্ষা কমিটির সদস্য প্রভাষক মনির হোসেনের কাছে পাঠিয়েছি। কিন্তু মনির স্যারের কাছ থেকে ৫৪৫ জন শিক্ষার্থী ফরম নিয়ে যান।  জমাকৃত ফরম ও রশিদ যাচাই বাছাই করে দেখা গেছে ৩১ শিক্ষার্থীর ফরমের সঙ্গে হিসাব সহকারী আজাহারের স্বাক্ষর জাল করে জমা টাকার জাল রশিদ সংযুক্ত রয়েছে।

ওই শিক্ষার্থীদের তলব করার পর ছাত্রলীগের নেতা ইব্রাহিম বাবুর জালিয়াতির ঘটনা ফাঁস হয়ে যায়।

প্রতারনার শিকার শিক্ষার্থীরা জানায়, কম টাকায় ফরম পূরণের সুবিধা পাওয়ার জন্য তারা কলেজ ছাত্র সংসদের সমাজসেবা বিষয়ক সম্পাদক ও ছাত্রলীগ নেতা ইব্রাহিম বাবুর কাছে টাকা দিয়েছেন। বাবু তাদের কাছ থেকে ২ হাজার ২০০ টাকা করে নিয়ে তাদের রশিদ দিয়ে ফরম পূরণ করে দিয়েছেন। ওই টাকার রশিদে জাল স্বাক্ষর তা শিক্ষার্থীদের জানা ছিলনা।

সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ আবদুর রাজ্জাক বলেন, ডিগ্রি পরীক্ষার ফরম পূরণের  টাকা আত্মসাতের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া, সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপ, কলেজ ছাত্র সংসদের ভিপি সুমন মাহামুদ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাতুল শরীফের উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় অভিযুক্ত ইব্রাহিম বাবুকে আগামী মঙ্গলবারের মধ্যে কলেজের ক্যাশে টাকা ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তবে ডিগ্রি পরীক্ষায় অংশ গ্রহনে ওই ৩১ শিক্ষার্থীর কোনও অসুবিধা হবে না বলে অধ্যক্ষ জানান।  

কলেজ ছাত্র সংসদের ভিপি সুমন মাহামুদ বলেন, ‘ছাত্রলীগের নেতা ইব্রাহিম বাবুর বিরুদ্ধে ৩১ শিক্ষার্থীর কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগ পেয়ে বিষয়টি নিশ্চিত হয়েছি। বিষয়টি দলীয় নীতি নির্ধারকদের অবহিত করা হয়েছে। ছাত্রলীগ ও ছাত্র সংসদের নাম ভাঙ্গিয়ে অপকর্ম করে কেউই রেহায় পাবে না।’

তবে নিজেকে নির্দোষ দাবি করে কলেজ ছাত্র সংসদের সমাজসেবা বিষয়ক সম্পাদক ও ছাত্রলীগ নেতা ইব্রাহিম বাবু বলেন, ‘আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমার প্রতিপক্ষরা আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এ অপপ্রচার চালাচ্ছে।’

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা