X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে টাকার বিনিময়ে নতুন বই বিতরণের অভিযোগ

বরিশাল প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৭, ০৯:২৩আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ০৯:২৩

বরিশাল বরিশালের জেলার আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় মাধ্যমিক ও প্রাইমারি স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে টাকার বিনিময়ে  নতুন বই বিতরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, আগৈলঝাড়ার রাজিহার মাধ্যমিক বিদ্যালয় ও বাকাল নিরাঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলে বই উৎসবের সময় প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে বিভিন্ন অজুহাতে ৪ থেকে ৫শ’ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে।

তবে ওই টাকার কোনও রশিদ দেওয়া হয়নি। যেসব শিক্ষার্থী বই উৎসবের দিন টাকা নিয়ে আসতে পারেনি তাদের ক্লাসের অর্ধেক বই দেওয়া হয়। পরে টাকা পরিশোধের পর তাকে বাকি বই দেওয়া হয়। এছাড়াও শিক্ষা অফিসের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে স্কুলগুলো পুরাতন বইও জমা নেওয়া হয়েছে।

এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুনিল কুমার বাড়ৈ জানান, ‘বই উৎসবের দিন শিক্ষার্থীদের কাছ থেকে কোনও টাকা নেওয়া ঠিক না।’

রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জল কুমার মণ্ডল জানান, ‘শিক্ষার্থীদের কাছ থেকে বই বিতরণের জন্য টাকা নেওয়া হচ্ছে না। তাদের ভর্তি ফি, পূজা ও ক্রীড়া ফি বাবদ টাকা নেওয়া হয়েছে।’

আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘বই উৎসবের দিন বিদ্যালয়ের শিক্ষকদের টাকা নেওয়া ঠিক নয়। কোনও স্কুল বই বিতরণের জন্য টাকা নিলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পুরাতন বই নেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘এ রকম কোনও নির্দেশনা এখনও তিনি হাতে পাননি। তার অফিসের নাম ব্যবহার করে পুরাতন বই জমা নেওয়াও ঠিক না।’

একইভাবে গৌরনদী পৌর এলাকার শত বছরের পুরাতন গেরাকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসতিয়াক আহমেদ ও ম্যানেজিং কমিটির কতিপয় সদস্যের বিরুদ্ধে আসন্ন ক্রীড়া প্রতিযোগীতার চাঁদার কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৮০ টাকা করে আদায়ের অভিযোগ পাওয়া গেছে। টাকা দেওয়ার পর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

এনিয়ে অনেক অভিভাবকের সঙ্গে শিক্ষক ও ম্যানেজিং কমিটির বাগবিতন্ডার ঘটনাও ঘটেছে।

/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী