X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ভূমিকম্পে সিলেট ও শ্রীমঙ্গলে হেলে গেছে দুটি ভবন

সিলেট ও শ্রীমঙ্গল প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৭, ২০:৪৩আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ২০:৪৩

সিলেট ও শ্রীমঙ্গলে হেলে পড়া দুটি ভবন ভূমিকম্পে সিলেট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুটি ভবন হেলে গেছে। এছাড়াও সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ ছাত্রী হোস্টেলের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। এদিকে, কমলগঞ্জ উপজেলার শতাধিক ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে।  

ভূমিকম্পে সিলেট নগরের উপশহর সি ব্লকের ছয় তলা ভবনের একটি বাসা আরেকটি ভবনের ওপর হেলে পড়েছে। ভবনগুলো একই ব্যক্তির মালিকানধীন। এছাড়াও নগরের মীরবক্সটুলার উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেলের কয়েক তলায় নতুন করে ফাটল দেখা দিয়েছে। এর আগেও ভূমিকম্পে ছাত্রী হোস্টেলের অন্যান্য তলায় ফাটল দেখা দেয়।

 সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ ছাত্রী হোস্টেলে ফাটল স্থানীয়রা জানান, হেলে পড়া সিলেট নগরের উপশহর সি ব্লক ৪৪ নং রোডের ৭ নং বাড়ির মালিক ফারুক মিয়া। গত বছরের শেষের দিকে ভূমিকম্পে ভবনটি অল্প হেলে। এরপর আতঙ্কে ওই বাসা ছেড়ে যান প্রায় ৮-১০টি পরিবার। এছাড়াও হেলেপড়া ভবনের কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। বর্তমানে ভবনটিতে দুই শতাধিক লোক বাস করেন।

হেলে পড়া ভবনটি ছেড়ে সম্প্রতি নগরের তেররতন এলাকায় বাসা ভাড়া নেন চিকিৎসক ওয়াহিদ। তিনি বলেন, ‘গত বছরের ভূমিকম্পে ভবনটি অল্প হেলে পড়ে। আর ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিলে ভয়ে বাসাটি ছেড়ে দেই। এছাড়াও আতঙ্কে ভবন ছেড়ে দেন হানিফ, কাঞ্চন, রোমনসহ আরও কয়েকজনের পরিবার।

স্থানীয়রা আরও জানান, বাড়ির মালিক যেখানে ভবনগুলো তৈরি করেছেন সেটি ছিল ইন্দানী দিঘীর একাংশ। ওই অংশ তিনি ভরাট করে কোনও ধরনের পাইলিং ছাড়া, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে প্রায় ১২ বছর আগে ভবনগুলো তৈরি করেন। একই জায়গায় তার ৫ তলা ভবন একটি এবং ৬ তলা তিনটি ভবন রয়েছে।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এনামুল হাবীব বলেন, সিসিকের প্রকৌশল বিভাগ যদি তদন্ত করে ভবনটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে তাহলে আমরা ভেঙে ফেলব।

এদিকে, ভূমিকম্পে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নতুন বাজার এলাকায় হোটেল সন্ধ্যার আবাসিক ভবন হেলে গেছে। পৌরসভা মাকেটের ভবনে ফাটল দেখা দিয়েছে।
এছাড়া কমলগঞ্জ উপজেলার শতাধিক ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। নবনির্মিত অডিটোরিয়াম ভবন দেবে গেছে এবং ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে।

ভূমিকম্পে সিলেট ও শ্রীমঙ্গলে হেলে গেছে দুটি ভবন এছাড়াও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ও ফসলি জমি ফেটে গিয়ে পানি উপরে উঠে আসে।
উপজেলার শমসেরনগর বাজারে একটি তিনতলা রেস্টুরেন্টে বড় ধরনের  ফাটল দেখা দিয়েছে। কুমড়াকাপনসহ বেশ কিছু এলাকার রাস্তাঘাটে ফাটল দেখা দিয়েছে।

কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল কমলগঞ্জের খুবই কাছে হওয়ায় কমলগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে উপজেলার সব অংশের খবর এখনও জানা যায়নি।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!