X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে শ্বশুর আটক

রাজশাহী প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৭, ০৬:৩৪আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ০৬:৩৬

rajshahi রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাটাখালি শাহাপুর এলাকায় সুমি খাতুন (২৪) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে শ্বশুর আবদুল মজিদকে আটক করা হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর।
তিনি বলেন, ‘সুমি ওই এলাকার মিঠুন আলীর স্ত্রী। তার বাবার বাড়ি পার্শ্ববর্তী হরিয়ান সুগারমিল এলাকায়। শনিবার রাত সাড়ে আটটার দিকে গৃহবধূর শ্বশুর আবদুল মজিদকে তার বাড়ি থেকে আটক করা হয়। তবে বিকেলের ওই ঘটনার পর থেকে গৃহবধূর স্বামীসহ বাড়ির অন্য সদস্যরা পলাতক রয়েছেন।’
নিহত গৃহবধূর মামা রাজু আহমেদের বরাত দিয়ে মতিহার থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, প্রায় সাড়ে চার মাস আগে মিঠুনের সঙ্গে সুমির বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুককে কেন্দ্র করে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় সুমির বাবার বাড়িতে খবর দেওয়া হয় যে, তিনি আত্মহত্যা করেছেন। তবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন সুমির বাবার বাড়ির লোকজন।
এসআই সেলিম রেজা আরও জানান, পুলিশ খবর পাওয়ার আগেই সুমির লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায় তার শ্বশুর বাড়ির লোকেরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে হাসপাতালে লাশ রেখে সবাই সটকে পড়ে। খবর পেয়ে রাতে পুলিশ হাসপাতালে যায়।
হাসপাতালের চিকিৎসক পুলিশকে জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার আগেই সুমির মৃত্যু হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, ‘সুমি আত্মহত্যা করেছেন-এমন কোনও আলামত পাওয়া যায়নি। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। আর এ ঘটনায় হত্যা মামলা দায়েরের জন্য নিহত সুমির বাবা আসাদুজ্জামান থানায় এসেছেন। মামলার প্রস্তুতি চলছে।’

তিনি আরও জানান, ‘তাৎক্ষণিকভাবে সুমির শ্বশুরকে আটক করা হয়েছে। তবে বাড়ির অন্য সদস্যরা পালিয়ে গেছেন। তাদেরও আটকের চেষ্টা চলছে।’

এপিএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়