X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

এমপি লিটন হত্যা: উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুদ রিমান্ডে

গাইবান্ধা প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৭, ১৮:১৫আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৮:২৩

এমপি লিটন হত্যা: উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুদ রিমান্ডে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেফতার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আহসান হাবীব মাসুদের (৪২) সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু মোহাম্মদ আশরাফুজ্জামান রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এমপি লিটন হত্যায় জড়িত সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ শেষে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। পরে বিচারক শুনানি শেষে তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার এমপি লিটন হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে সুন্দরগঞ্জ পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ড এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ। পরে রবিবার সকালে পুলিশ হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করে লিটন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর লিটন হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা, তা জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু মোহাম্মদ আশরাফুজ্জামন তার সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

ভাইস চেয়ারম্যান আহসান হাবীব মাসুদ ওই ওয়ার্ডের বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। তিনি ইতোপূর্বে জাসদের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। পরবর্তীতে তিনি জাতীয় পার্টিতে যোগ দেয় এবং উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে যোগদান করেন।

প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ এলাকায় নিজ বাড়িতে দৃর্বৃত্তদের গুলিতে আহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদি হয়ে অজ্ঞাত ৪ থেকে ৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বাস্থ্য সহকারী পদে লিখিত পাস করে মৌখিকে প্রক্সি দিতে এসে ধরা
স্বাস্থ্য সহকারী পদে লিখিত পাস করে মৌখিকে প্রক্সি দিতে এসে ধরা
একক নয়, বাকশাল ছিল একটি জাতীয় দল: ওবায়দুল কাদের
একক নয়, বাকশাল ছিল একটি জাতীয় দল: ওবায়দুল কাদের
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের বাজেট দাবি
খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের বাজেট দাবি
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের