X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বড়পুকুরিয়া কয়লা খনির ধর্মঘট দ্বিতীয় দিনে, ৫ শ্রমিক অসুস্থ

দিনাজপুর প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৭, ০৯:৫৫আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১০:০৮

বড়পুকুরিয়া কয়লা খনি চাকরি স্থায়ীকরণের দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিন পালন করছেন। ধর্মঘটের কারণে খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ হয়ে গেছে। আর স্ব স্ব অবস্থানে থেকে ধর্মঘট পালন করায় খনির ভুগর্ভে থাকা শ্রমিকদের মধ্যে পাঁচ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে দুই জনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্রমিকরা জানিয়েছেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা কর্মসূচি প্রত্যাহার করবেন না। তারা জানান, এই কয়লা খনিতে ১ হাজার ৪১ জন শ্রমিক অস্থায়ী ভিত্তিতে গড়ে ৩শ’ টাকা দিন হাজিরায় কাজ করছেন। কিন্তু তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে ১৩শ’ ফুট গভীরে গিয়ে কয়লা উত্তোলন করতে হয়। এতে করে অনেক ক্ষেত্রেই তারা আহত হন। এই অল্প বেতনে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তারা ২০১১ সাল থেকে চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করে আসছেন।

গত বছরের ১৪ জানুয়ারি শ্রমিকরা আন্দোলনে নামলে ৭ জানুয়ারির মধ্যে তাদের দাবি মেনে নেওয়া হবে এমন আশ্বাস দেয় কর্তৃপক্ষ। কিন্তু সময়সীমা অতিক্রম করলেও শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনা না হওয়ায় রবিবার দুপুরে আংশিক অবস্থান ধর্মঘট কর্মসূচি শুরু করে। আর সোমবার সকাল থেকেই অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট শুরু করে শ্রমিকরা।

এদিকে দাবি দাওয়ার বিষয়ে সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসলেও কোনও সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে। তাই দ্বিতীয় দিনের মত শ্রমিকরা তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন।

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম জানান, তাদের এক দফা এক দাবি। আর তা হচ্ছে চাকরি স্থায়ীকরন। কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে টালবাহানা করছে। তিনি বলেন, ‘আমাদের এই দাবিটি যৌক্তিক এবং তা মেনে নেওয়া হোক। যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরণ অনশন কর্মসূচি শুরু করা হবে।’

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএমএন আওরঙ্গজেবের সঙ্গে মোবাইলে কথা হলে তিনি জানান, শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনা চলছে। শিগগিরই এই সমস্যার সমাধান হবে। 

আরও পড়ুন- 

ছিনতাইকারীদের সঙ্গে থানার ‘সেটিং আছে’!
সুন্দরগঞ্জের সর্বত্রই আতঙ্ক, এমপির খুনিরা ধরা না পড়ায় ক্ষোভ

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন