X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘যুদ্ধাপরাধীদের বাঁচাতেই দেশে জঙ্গিবাদের উত্থান ঘটানো হয়’

কিশোরগঞ্জ প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৭, ১৯:০০আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৯:০০

সরকার উৎখাত করে যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্যই দেশে জঙ্গিবাদের উত্থান ঘটানো হয়, বলে মন্তব্য করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নূরুজ্জামান। মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের শোলাকিয়ায় গত ঈদুল ফিতরের দিন ভয়াবহ জঙ্গি হামলায় নিহত পুলিশের দুই সদস্য ও এক গৃহবধূর নামে এলাকায় পৃথক তিনটি সড়কের নামফলক উন্মোচন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নামফলক উদ্বোধন করছেন ডিআইজি যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত তারাই দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস চালাচ্ছে উল্লেখ করে ডিআইজি বলেন, ‘সব ষড়যন্ত্র আইনশৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে। ইতোমধ্যে শীর্ষ জঙ্গিরা ধরা পড়েছে, অনেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে।’ এসময় তিনি শোলাকিয়া হামলায় নিহত পুলিশ সদস্যদের সঙ্গে স্মরণ করেন, পরে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

মাহফুজুল হক নূরুজ্জামান আরও বলেন, ‘ইসলামের নামে জঙ্গিবাদ কোনও অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। দেশের মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। শীর্ষ জঙ্গিদের গ্রেফতারের পর তাদের কাছ থেতে অনেক তথ্য পাওয়া গেছে। তাই অনেকের মৃত্যু হলেও চলমান মামলাগুলোর কোনও সমস্যা হবে না।’

এর আগে, শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্য জহিরুল ইসলাম, আনসারুল হক এবং গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিকের নামে তিনটি সড়কের নামফলক উন্মোচন করেন ডিআইজি। কিশোরগঞ্জ পৌরসভা নিহতদের নামে এ তিনটি সড়কের নামকরণ করে। এসময় নিহতদের স্বজনের হাতে পৌরসভার তহবিল থেকে অর্থের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আরও কমলো সোনার দাম  
আরও কমলো সোনার দাম  
 ১ পদে ২৩৮ জনকে চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
 ১ পদে ২৩৮ জনকে চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না