X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কুলিয়ারচরে বসেছে বড় বিজ্ঞান ক্লাস, গিনেস রেকর্ডের হাতছানি

বিজয় রায় খোকা, কিশোরগঞ্জ
১১ জানুয়ারি ২০১৭, ১০:৩১আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১৪:৪৪

 

কুলিয়ারচরে বসেছে বড় বিজ্ঞান ক্লাস, গিনেস রেকর্ডের হাতছানি বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক ব্যবহারিক ক্লাস বসেছে কিশোরগঞ্জের কুলিয়ারচরে। বেগম নুরুন্নাহার বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্লাস অনুষ্ঠিত হয়।  বুধবার দুপুর ১২টায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ব্যবহারিক ক্লাসে ১৩টি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৩ হাজার ২০০ ছাত্র-ছাত্রী এতে অংশ নেয়। এতে পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। সুষ্ঠুভাবে ক্লাস নেয়ার জন্য সেখানে  ২১টি এলইডি মনিটর সিস্টেম ব্যবহার করা হয়েছে।

এর আগে এ ধরনের বড় বিজ্ঞান ক্লাস হয়েছিল অস্ট্রেলিয়ায়। সেখানে অংশ নিয়েছিল দুই হাজার ৯০০ শিক্ষার্থী।  ফলে গিনেস রেকর্ডে স্থান পাবে বাংলাদেশ।

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে ৩০ জন শিক্ষক এই ক্লাস পরিচালনা করেছেন। এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের বিজ্ঞান ও আইসিটি বিষয়ক ৮০ শিক্ষক তাদের সহায়তা করেন।

এ বিষয়ে অধ্যাপক জাফর ইকবাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি হবে বাংলাদেশের জন্য এক অনন্য দৃষ্টান্ত। যার মাধ্যমে সৃষ্টি হবে নতুন এক রেকর্ড। তাছাড়া শিশুদের মাঝে যে বিজ্ঞানভীতি আছে তা দূর হতেও সাহায্য করবে এ বিজ্ঞান ও আইসিটি ক্লাস।’

কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. ঊর্মি বিনতে সালাম বলেন, ‘২০১৬ সালের আগস্ট মাসে দুই হাজার নয়শত শিক্ষার্থীকে এক সঙ্গে বিজ্ঞানের ব্যাবহারিক ক্লাস করিয়ে অস্ট্রেলিয়া গিনেজ ওয়াল্ড রেকর্ডে নাম উঠিয়েছে। আমি গত বছরের অক্টোবর মাসে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের কাছে আবেদন করি তিন হাজার দুইশত শির্ক্ষার্থীকে একসাথে ব্যাবহারিক ক্লাসটি করার জন্য।অনুমতি পাওয়ার পর আমরা এ ক্লাসের আয়োজন করেছি। আশা করছি আমরা অস্ট্রেলিয়ার রেকর্ডটি ভাঙতে পারবো।’

কুলিয়ারচরে বসেছে বড় বিজ্ঞান ক্লাস, গিনেস রেকর্ডের হাতছানি
আয়োজকরা আশা করছেন, ভীতি কাটিয়ে ছাত্রছাত্রীরা বিজ্ঞানের চর্চা করুক, তথ্য-প্রযুক্তির অনুশীলন হোক ঘরে ঘরে। তাই শুধু রেকর্ডের হাতছানি নয়, শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা ছড়িয়ে দেওয়াও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাক টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

/এসএনএইচ/এআর/
আরও পড়ুন: 

‘সোহরাওয়ার্দীতে সমাবেশের জন্য আর পুলিশের অনুমতির অপেক্ষা করা হবে না’
পড়ে আছে অলস টাকা, ঋণ নেওয়ার লোক নেই
নাসিরনগরে হামলা: ৪টি গাড়ি চেয়ে ফোন করেছিলেন চেয়ারম্যান আঁখি!

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা