X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু শুক্রবার

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
১২ জানুয়ারি ২০১৭, ০৭:৪৯আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ০৮:৫১

বিশ্ব ইজতেমা (ফাইল ফটো) টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল শুক্রবার (১৩ জানুয়ারি) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। প্রথম পর্বের ইজতেমায় অংশ নেবেন ঢাকার অংশবিশেষসহ ১৭টি জেলার মুসল্লিরা। রবিবার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব । চার দিন বিরতির পর ২০ জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় ধাপ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশ্ব ইজতেমাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইজতেমা ময়দানের অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা, পানি-বিদ্যুৎ-গ্যাসের সরবরাহ, স্বাস্থ্যসেবা প্রভৃতি খাত এখন প্রস্তুত ইজতেমার জন্য।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ব ইজতেমা ময়দানের সার্বিক নিরাপত্তা মনিটরিংয়ের জন্য র্যা বের ৯টি ও জেলা পুলিশের পাঁচটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। যেকোনও ধরনের পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর।’
তাবলিগ জামাতের উদ্যোগে প্রতিবছর এ ইজতেমা অনুষ্ঠিত হয় টঙ্গীর তুরাগ তীরে। বিস্তৃত ইজতেমা মাঠে বিশ্বের প্রায় সব মুসলিম দেশ থেকেই তাবলিগ জামাতের অনুসারীসহ সব ধরনের ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। আগের বছরগুলোর মতো এবারেও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইজতেমার ময়দানের প্রস্তুতিমূলক কাজ করেছেন। স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল এ কর্মকাণ্ডের সার্বিক তত্ত্বাবধান করছেন।
ইজতেমা মাঠ প্রস্তুতির একাংশের দায়িত্বে নিয়োজিত তাবলিগের মুরুব্বি অধ্যাপক আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সব কাজ করা হচ্ছে মোশাআরার (পরামর্শ) মাধ্যমে। বিদ্যুৎ, পানি ও গ্যাসের সরবরাহ, প্যান্ডেল তৈরি— প্রতিটি কাজই আলাদা আলাদা গ্রুপের মাধ্যমে করা হচ্ছে।’
ইজতেমা মাঠের মুরুব্বী প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, ‘আমরা আশা করছি ৮০টিরও বেশি দেশের মুসল্লিরা এবার ইজতেমা ময়দানে শরীক হবেন।’ তিনি আরও বলেন, ‘২৫ হাজার বিদেশি মেহমানের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। বিদেশি মেহমানরা বিদেশি কামরায় অবস্থান করবেন। এরই মধ্যে দেশের অভ্যন্তরে দাওয়াতি কাজে নিয়োজিত বিদেশি মেহমানরা ইজতেমা ময়দানে অবস্থান নিতে শুরু করেছেন।’ তিনি জানান, প্রথম পর্বে ২৬টি খিত্তা প্রস্তুত করা হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী জোনের প্রকৌশল দফতর সূত্রে জানা গেছে, ইজতেমা মাঠে স্থাপিত নলকূপের মাধ্যমে প্রতিদিন তিন কোটি লিটারেরও বেশি বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। এছাড়া, ইজতেমা এলাকায় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতিও নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের টঙ্গীর স্টেশন অফিসার মোর্শেদ আলম বাংলা ট্রিবিউনকে জানান, ইজতেমা ময়দানে ফায়ার সার্ভিসের একটি কন্ট্রোল রুম স্থপন করা হয়েছে। যেকোনও ধরনের দুর্ঘটনা মোকাবিলা করতে তারা প্রস্তুত। এদিকে, ইজতেমাকে ঘিরে স্বাস্থ্যসেবার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন ডা. আলী হায়দার খান। মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে মন্নু গেট, এটলাস গেট, বাটা কারাখানার গেট ও টঙ্গী হাসপাতাল মাঠসহ ৬টি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।
গাজীপুর জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ইজতেমাকে নির্বিঘ্ন করতে ইজতেমা চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ১১ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। ৮ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত কামারপাড়া ব্রিজ থেকে টঙ্গী ব্রিজ এলাকায় তুরাগ নদে সব ধরনের নৌযানের নোঙর বন্ধ রাখতে বলা হয়েছে। তবে ইজতেমা চলাকালে গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন স্থানে রাখা হয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা।
এবার দুই পর্বে বিশ্ব ইজতেমায় দেশি-বিদেশি ৩৫ থেকে ৪০ লাখ মুসল্লি অংশ নেবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন-

তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি

কুলিয়ারচরে বসেছে বড় বিজ্ঞান ক্লাস, গিনেস রেকর্ডের হাতছানি


/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!