X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

নাটোরে কলেজ শিক্ষককে গুলি করে হত্যা

নাটোর প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৭, ১৫:৩৬আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১৮:৫৫

নাটোর নাটোরের লালপুর উপজেলায় মোশাররফ হোসেন (৩৮) নামে এক কলেজ শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে যায়। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে লালপুর-বাঘা রোডের তিনখুঁটি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

নিহত মোশাররফ হোসেন রাজশাহীর বাঘা উপজেলার বাউসা এলাকার পীরগাছা গ্রামে বাসিন্দা। তিনি লালপুর উপজেলার বিলমারিয়া ইউনিয়নের মোহরকয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ছিলেন।

মোহরকয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. ইসমত হোসেন জানান, দুপুরে কলেজের কাজ শেষ করে  মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন মোশাররফ। পথে লালপুর-বাঘা রাস্তার তিনখুঁটি এলাকায় পৌছালে ২ থেকে ৩জন দুর্বৃত্ত গুলি করে মোশাররফের মোটরসাইকেল নিয়ে চলে যায়। স্থানীয়রা একটি ট্রাকের করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জহুরুল ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পূর্বেই মোশাররফের মৃত্যু হয়েছে। তার বুকের বাম পাশে গুলির চিহ্ন রয়েছে।

ওসি আবু ওবায়েদ আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে অথবা মোটরসাইকেলটি ছিনতাইয়ের উদ্যেশেই মোশাররফকে গুলি করে হত্যা করা হয়েছে।

নিহত মোশাররফের ছোট ভাই তুহিন বাংলা ট্রিবিউনকে জানান, মোশাররফের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। প্রায় আড়াই মাস আগে মোশাররফ ডিসকভার ১৩৫সিসি মোটরসাইকেলটি কিনেছিলেন।

তিনি আরও বলেন, ‘মোশাররফ খুব সাদামাটা জীবন যাপন করতেন। তার সঙ্গে কারও শত্রুতা ছিল না।’

তার দাবি, মোটরসাইকেলটি ছিনতাইয়ের উদ্যেশেই মোশাররফকে গুলি করা হয়েছে। 


‘ইসলামী ব্যাংক কর্মকর্তারা রাজনীতিতে জড়ালে মাফ নাই’

/এফএস/বিটি/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট