X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যেভাবে রুয়েটের ২২৮টি খালি আসন পূরণ করা হবে

রাবি প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৭, ১৬:৫৯আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১৭:০৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েটে) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার পরও ২২৮টি খালি আসন থাকায় অকৃতকার্যদের মধ্য থেকেই আসনগুলো পূরণ করা হবে বলে জানা গেছে। তবে কবে থেকে এই প্রক্রিয়া চালু হবে তা জানা যায়নি।

এদিকে, আসন ফাঁকা থাকায় ১৪ জানুয়ারি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্লাস শুরুর কথা থাকলেও তা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ফাঁকা আসনগুলো পূরণের জন্য ১১ জানুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। অকৃতকার্যদের মধ্য থেকেই মেধা তালিকার ভিত্তিতে পরের আসনগুলো পূরণ করা হবে বলে ওই সভায় প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে থেকে এই প্রক্রিয়া চালু হবে, তা এখনও স্পষ্ট করে জানাতে রাজি হননি কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক আবদুস সোবহান ফাঁকা আসন পূরণের ব্যাপারে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভর্তির নূন্যতম যোগ্যতা অর্জন করতে না পারায় এ আসনগুলো ফাঁকা থেকে গেছে। আসনগুলো পূরণের জন্য প্রক্রিয়া চলছে। কয়েক দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ব্যাপারে জানানো হবে।’

তবে কিভাবে ফাঁকা আসনগুলো পূরণ করা হবে সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাতে পারেননি।

২০১৬ সালের ৩০ আগস্ট চলতি শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ১৪টি বিভাগে মোট ৮৭৫টি আসনের বিপরীতে শিক্ষার্থীদের আবেদন আহ্বান করা হয়। আবেদন জমা পড়ে প্রায় ১৩ হাজার ১০০টি। প্রাথমিক বাছাই শেষে ৬ অক্টোবর প্রায় ৮ হাজার প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে প্রায় ৬ হাজার ৩শ জন ২৬ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষায় উপস্থিত হয়। ৩১ অক্টোবর ফল প্রকাশ হয়। এতে ৩৫০ নম্বরের মধ্যে নূন্যতম ১০৫ নম্বর পেয়ে উত্তীর্ণ ২ হাজার ৪৯৮ জনের তালিকা প্রকাশ করা হয়। ১ ও ২ ডিসেম্বর মেধা তালিকা থেকে ভর্তি শুরু হয়। কয়েক দফা মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের ভর্তি করা হয়। কিন্তু ২৯ ডিসেম্বর ২২৮টি আসন ফাঁকা রেখেই ভর্তি কার্যক্রম শেষ হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক কামরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে নূন্যতম নম্বর পেয়ে যারা উত্তীর্ণ হয়েছিল, তাদের ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল। তবে অনেকগুলো আসন ফাঁকা থেকে যায়। তাই আমরা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি, অকৃতকর্যদের মধ্যে যারা এগিয়ে আছেন তাদের মেধাতালিকা অনুযায়ী ভর্তির সুযোগ দেওয়া হবে।’

/এমডিপি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!