X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চসিক কাউন্সিলরের লাইসেন্সকৃত অস্ত্রসহ গ্রেফতার দুই

চট্টগ্রাম প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৭, ০১:২২আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ০১:২৪

চট্টগ্রাম চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে শনিবার সন্ধ্যায় একটি বিদেশি রাইফেল ও ৫৬ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিনসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৭ এর একটি দল। এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রাম সিটি করপোরেশনের সরকারি দল সমর্থিত একজন ওয়ার্ড কাউন্সিলরের।

র‍্যাব-৭ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছেন মো. শফিউল বাশার রনি (২৭) এবং মো. সোহেল রানা (৩২)। তাদের হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্র জানায়, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক আহমদ চৌধুরীর নামে লাইসেন্সকৃত ছিল।

এ লাইসেন্সের বিষয়ে জানতে চাইলে র‍্যাব-এর প্রধান জানান, ‘আইন অনুযায়ী লাইসেন্সকৃত অস্ত্র এর বৈধ মালিকের কাছে রাখতে হয়। বৈধ মালিক বলতে লাইসেন্স পেপারে যার নাম উল্লেখ থাকে। র‍্যাবকে ওই লাইসেন্স পেপারের একটি ফটোকপি দেখানো হয়েছে। তবে সেটিও মেয়াদোত্তীর্ণ।

লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন আহমেদ বলেন, ‘লাইসেন্স থাকলেও ৫০ রাউন্ডের বেশি গুলি বহন করা যায় না। তাদের কাছ থেকে র‍্যাব ৫৬ রাউন্ড অবৈধ গুলি জব্দ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে চসিক কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ সম্পর্কিত আইনের ব্যাপারে আমি জানতাম না। তবে এর লাইসেন্স মেয়াদোত্তীর্ণ নয়। এটা ফেব্রুয়ারি পর্যন্ত ইস্যু করা হয়েছে।’

তিনি বলেন, ‘দ্রুত অফিস থেকে বেরিয়ে আমি গাড়ি নিয়ে বাসায় চলে আসি। আরেকটি গাড়িতে আমার ভাতিজা সেটি নিয়ে আসছিল এবং পরে সে র‍্যাবের হাতে আটক হয়। এখন আমি র‍্যাব-৭ এর কার্যালয়ে যাচ্ছি প্রকৃত ঘটনা জানার জন্য।’

র‍্যাব-৭ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, র‍্যাবের হাতে গ্রেফতার হওয়া এ ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, অন্য এক অভিযানে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগাজিনসহ নগরীর আকবরশাহ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!