X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নাসিরনগরে হামলা: চেয়ারম্যান আঁখির ফের রিমান্ড শুনানি বুধবার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৭, ১৩:৪৮আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৩:৪৮

দেওয়ান আতিকুর রহমান আাঁখি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের দত্তবাড়ি মন্দিরে হামলা মামলায় গ্রেফতার দেখানো হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির রিমান্ড শুনানি আগামী বুধবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। শনিবার তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। এর কিছুক্ষণ পর  দ্বিতীয় দফায় আদালতে তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে নাসিরনগর থানা পু্লিশ।

ব্রাহ্মণবাড়িয়া আদালতের জেনারেল রেজিস্ট্রার (নাসিরনগর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৫ জানুয়ারি রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেফতারের পর চেয়ারম্যান আঁখিকে নাসিরনগরের গৌর মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনায় পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। গত শুক্রবার (১৩ জানুয়ারি) ওই পাঁচদিনের রিমান্ড শেষ হয়।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জানান, নাসিরনগর সদরের দত্তপাড়ার কাজল জ্যোতি দত্তের বাড়ির মন্দিরে ভাঙচুরের ঘটনায় চেয়ারম্যান আঁখির সম্পৃক্ততা পাওয়া গেছে। ওই ঘটনায় নাসিরনগর থানায় দায়ের হওয়া মামলায় তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
এদিকে, ধর্ম অবমাননাকর ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় কারাগারে থাকা রসরাজ দাসের জামিন শুনানি আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। আসামি রসরাজের উপস্থিতিতে সেদিন শুনানি হবে বলে জানিয়েছেন আদালত পু্লিশ। যদিও রসরাজ দাসের ব্যবহৃত মোবাইল ফোন থেকে ধর্ম অবমাননাকর ছবি ফেসবুকে পোস্ট হয়নি বলে ইতোমধ্যেই প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে আটকের পর নাসিরনগর সদরের গৌর মন্দির ভাঙচুর মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে  ৮ জানুয়ারি থেকে তাকে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ। এরপর ১৪ জানুয়ারি দত্তবাড়ি মন্দিরে হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে ফের রিমান্ড আবেদন করে পুলিশ।

আরও পড়ুন:
এমপি লিটন হত্যা মামলা : ২ আসামি ২ দিনের রিমান্ডে

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা