X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দলীয় কোন্দলেই ফুলবাড়ীয়া ছাত্রলীগ সাধারণ সম্পাদকের ওপর হামলা

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৭, ১৫:৫২আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৫:৫২

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সারোয়ার হোসেন উপজেলা ও পৌর ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরেই ফুলবাড়ীয়া উপজেলা  ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসাইনকে কুপিয়েছে সন্ত্রাসীরা। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সারোয়ার হোসেন বাংলা ট্রিবিউনের কাছে এই অভিযোগ করেছেন। হামলার এই ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি এবং কাউকে আটক করা হয়নি।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ৬ নম্বর ওয়ার্ডের  বিছানায় শুয়ে কাতরাতে কাতরাতে সারোয়ার বাংলা ট্রিবিউনকে জানান, বর্তমান সরকারের তিন বছর পূর্তিতে শনিবার দুপুরে উপজেলা সদরে ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন ইউনিয়নসহ পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র‌্যালি চলাকালে কর্মীদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাটি উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি সারোয়ার হোসাইন তাৎক্ষণিক মিমাংসা করে দেন।

মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে কুশমাইল ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি শওকতের সঙ্গে পৌর ছাত্রলীগের সেক্রেটারি আমিরুল ইসলাম কাজলের অনুসারী জোরবাড়িয়ার মিলনের কথা কাটাকাটি হয়। এরই জেরে সমাবেশ শেষে মিলন ফোনে শওকতকে ডেকে নেয় এবং পৌর ছাত্রলীগের সভাপতি আরমান হোসেন রনজু ও সেক্রেটারি আমিরুল ইসলাম কাজলসহ ৫/৬ জন শওকতকে মারধর করে। এই ঘটনার মীমাংসার কথা বলে সন্ধ্যার দিকে সাবেদ প্লাজার সামনে থেকে মিলনসহ ৭/৮ জন সারোয়ার হোসাইনকে ডেকে নিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

সারোয়ার আরও জানান, ৮ মাস আগে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের সময় আরমান হোসেন রনজু ও আমিরুল ইসলাম কাজল উপজেলা কমিটিতে প্রতিদ্বন্দ্বী ছিলেন। কমিটিতে পদ না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং ক্যাডার মিলনের নেতৃত্বে হত্যার উদ্দেশ্যেই হামলা করা হয়েছে।

কুশমাইল ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শওকত হোসেন জানান, ‘কথা কাটাকাটির জেরে মিলন ফোনে আমাকে ডেকে নেয় এবং পৌর ছাত্রলীগের সভাপতি আরমান হোসেন রনজু ও সেক্রেটারি আমিরুল ইসলাম কাজলসহ ৫/৬ জন তাকে মারধর করে। এই ঘটনাটি মিমাংসা করতে গেলে মিলনের নেতৃত্বে ৭/৮ জন মিলে সারোয়ার ভাইকে কুপিয়েছে।’

পৌর ছাত্রলীগের সেক্রেটারি আমিরুল ইসলাম কাজল ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কথা অস্বীকার করে জানান, শওকত ও মিলানের মধ্যে মারামারির ঘটনাটি মিমাংসার কথা ছিল। কিন্তু সারোয়ারের ওপর কারা হামলা করেছে বিষয়টি তারা বুঝতে পারছেন না। পুলিশ ঘটনা তদন্ত করে বের করলেই সব পরিষ্কার হয়ে যাবে। এই ঘটনায় তারা মর্মাহত।

ফুলবাড়িয়া থানার ওসি রিফাত রাজিব খান জানান, হামলার ঘটনায় এখনও থানায় মামলা দায়ের করা হয়নি। মামলা দায়েরের পর হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।  

/এফএস/ 

আরও পড়ুন- 


যেভাবে তামিমের সঙ্গে দেখা হয়েছিল রাজীব গান্ধীর

সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি