X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

যেভাবে ট্রাকের হেলপার থেকে ‘গডফাদার’

তানভীর হোসেন, নারায়ণগঞ্জ
১৬ জানুয়ারি ২০১৭, ০৭:৩৭আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ০৯:৩৫

নূর হোসেন (ফাইল ছবি) নারায়ণগঞ্জের আলোচিত চরিত্র নূর হোসেন। এক সময়ে তার ‘সাম্রাজ্যে’ হাত বাড়ালেই মিলতো ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক। পতিতালয় চালানো, জুয়ার আসর বসানো, যাত্রার নামে অশ্লীল নৃত্যগীত আয়োজনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ফুটপাথের হকার, গণপরিবহন, রেস্টুরেন্ট এমনকি শিল্পপ্রতিষ্ঠানকেও নিয়মিত চাঁদা দিতে হতো তাকে। ১৫ থেকে ২০টি গাড়ি নিয়ে চলাফেরা করা নূর হোসেনের ছিল বৈধ-অবৈধ অস্ত্রের বিশাল ভাণ্ডার। সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়, ট্রাক স্ট্যান্ড, সিদ্ধিরগঞ্জ হাউজিং, কাঁচপুরের বালুমহাল, মৌচাক, বিদ্যুৎকেন্দ্র, আদমজী ইপিজেড পর্যন্ত বিস্তৃত ছিল তার দাপট।
যেভাবে উত্থান

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৫ অথবা ১৯৮৬ সালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ইকবাল গ্রুপের ট্রাকের হেলপার ছিল নূর হোসেন। এরপর ড্রাইভিং শিখে একই গ্রুপে চাকরি করে সে। ১৯৮৮ সালে শিমরাইলে আন্তঃজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের কার্যক্রম চালু করেন দাইমুদ্দিন নামে এক ট্রাক ড্রাইভার। তার হাত ধরেই নূর হোসেন হেলপার হিসেবে যোগ দেয় ইকবাল গ্রুপে। তবে পরের বছরই দাইমুদ্দিনকে বের করে দিয়ে শ্রমিক ইউনিয়নের দখল নেয় নূর হোসেন, যোগ দেয় জাতীয় পার্টিতে। কিন্তু ১৯৯১ সালের সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করে হয়ে যায় বিএনপি নেতা, গঠন করে সন্ত্রাসী বাহিনী।

দুর্নীতির অভিযোগ থাকলেও ছিল বহাল তবিয়তে

১৯৯১ থেকে ২০০০ সাল পর্যন্ত সিদ্ধিরগঞ্জ এলাকার অপরাধ জগতের নিয়ন্ত্রক ছিল নূর হোসেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ায় তার পরিচয় হয় হোসেন চেয়ারম্যান। অনুসন্ধানে জানা গেছে, ইউপি চেয়ারম্যান থাকার সময় এলাকার স্থাবর সম্পত্তি বিক্রি, পরিষদের তহবিল তছরুপ, বন্যার্তদের অর্থ ও ত্রাণসামগ্রী আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ২০০১ সালের সংসদ নির্বাচনের পরই গাঢাকা দেয় সে।

যেভাবে শামীম বলয়ে নূর হোসেন

১৯৯২ সালে সিদ্ধিরগঞ্জ ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হয় নূর হোসেন। নির্বাচনে জিতে সে প্রভাব বিস্তার করে পুরো সিদ্ধিরগঞ্জে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিএনপি প্রার্থী হিসেবে পরবর্তী ইউপি নির্বাচনেও চেয়ারম্যান পদে প্রার্থী হয় নূর হোসেন। আওয়ামী লীগের পক্ষ থেকে শামীম ওসমান প্রার্থী দেয় নজরুলকে। এবার খোদ শামীম ওসমানের প্রতিপক্ষ গিয়াসউদ্দিন জোরেশোরে মাঠে নামেন নূর হোসেনের পক্ষে। কিন্তু নূর হোসেন জয়ী হয়ে হাত মেলায় শামীম ওসমানের সঙ্গে। শামীম ওসমানের ঘনিষ্ঠ শীর্ষ সন্ত্রাসী মাকসুদ ও সারোয়ারকে নিয়ে সে গড়ে তোলে শক্তিশালী দল।

ইন্টারপোলের রেড ওয়ারেন্টভুক্ত ছিল

নূর হোসেন ইন্টারপোলের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিল। ২০০৭ সালের ১২ মার্চ ইন্টারপোল তার বিরুদ্ধে রেড ওয়ারেন্ট জারি করে। অবশ্য এর অনেক আগেই, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর নূর হোসেন তার বাহিনী নিয়ে ভারতে পালিয়ে যায়। ২৩ মামলার গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘ সাত বছর ভারতে ফেরারি জীবন কাটায় সে।
আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার ২০০৮ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর ফেরারি জীবনের ইতি ঘটে তার। ২০০৯ সালের ২০ জুন নূর হোসেন নিজ এলাকা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফিরে আসে।

সিদ্ধিরগঞ্জের সর্বত্র ছিল চাঁদাবাজি

শিমরাইল ট্রাক টার্মিনাল থেকে প্রতিটি গাড়ির ট্রিপ বাবদ ৩৫০ টাকা চাঁদা আদায় করতো নূর হোসেন। সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১৮টি জেলার প্রায় ৭০টি রুটের শতাধিক বাস কাউন্টার থেকে দৈনিক ৩০০ টাকা চাঁদা আদায় করা হতো। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (বি-৪৯৪) এর শিমরাইল পূর্বাঞ্চলীয় কমিটির রশিদে এ চাঁদাবাজি হতো। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি মাসে পরিবহন থেকে অন্তত ৪০ লাখ টাকার উপরে চাঁদা আদায় করা হতো। এছাড়া সিদ্ধিরগঞ্জের হিরাঝিল ও এর আশপাশের এলাকায় গড়ে ওঠা ১৪টি চুন উৎপাদন কারখানা থেকে মাসে অন্তত ৪০ লাখ টাকা চাঁদা আদায় করতো সে।

নূর হোসেনের যতো সম্পদ

শিমরাইলে ১১ শতাংশ জমির ওপর প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ৫ তলা বাড়ি, ১০ শতাংশ জমির ওপর প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৬ তলা বাড়ি, আরেকটি ৬ তলা ভবন, রসুলবাগে সাড়ে ৮ কাঠা জমির ওপর ৭ তলা ভবনসহ ৫টি বিলাসবহুল বাড়ি ও ৪টি ফ্ল্যাটের মালিক নূর হোসেন। শিমরাইলের টেকপাড়ার বাড়ির পিছনে প্রায় ৪০ বিঘার ওপরে মৎস্য খামারও আছে তার। রাজধানীর গুলশান-২এ দু’টি ফ্ল্যাটেরও মালিক নূর হোসেন। বনানী ও ধানমণ্ডিতে আরও ২টি ফ্ল্যাট রয়েছে তার। অন্তত ৫০ বিঘা জমিরও সে মালিক বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

/এএআর/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!