X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জামিন পেলেন রসরাজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৭, ১২:০২আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১২:১০

রসরাজ দাস ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্মীয় অবমাননার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারার মামলায় গ্রেফতার রসরাজ দাসের (২৭) জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন।

রসরাজের পক্ষে শুনানিতে ছিলেন তার আইনজীবী অ্যাডভোকেট নাসির মিয়া এবং রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন এসএম ইউসুফ।

আইনজীভী নাসির মিয়া জানান, সোমবার (১৬ জানুয়ারি)  জামিনের বিষয়ে শুনানির দিন ধার্য্য ছিল। ধার্য্য দিনে আসামি রসরাজ দাসের উপস্থিতিতে জামিনের শুনানি অনুষ্ঠিত হয়। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী রসরাজ দাসের মোবাইল থেকে ধর্ম অবমাননার ছবি আপলোডের কোন প্রমান পাওয়া যায়নি। ফরেনসিক রিপোর্ট আদালতে উপস্থাপনের পর আদালত পরবর্তী পু্লিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এসএম ইউসুফ বলেন, ‘আধুনিক তথ্য প্রযুক্তি উপস্থাপন করে ঘটনায় রসরাজের সম্পৃক্ততা না থাকার প্রমান পাওয়ায় রসরাজ দাসের জামিন মঞ্জুর করেছে আদালত।’

এদিকে, রসরাজ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে সকাল থেকেই জেলা জজ আদালতের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এছাড়া আদালতে রসরাজের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট নাসির মিয়া, হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুব্রত বর্ধন, অ্যাডভোকেট অসিম, অ্যাডভোকেট তারেক ও রাখেশ রায়সহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে গত বছরের ২৮ অক্টোবর রসরাজ দাসের আইডি ব্যবহার করে পবিত্র কাবা শরীফ নিয়ে একটি ব্যঙ্গচিত্র পোস্ট করা হয়। এলাকাবাসী ওই ছবি দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে। পরদিন ২৯ অক্টোবর ওই ঘটনায় নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার হোসেন বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় একটি মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ৩০ অক্টোবর রসরাজকে আদালতে পাঠায় পুলিশ। একই দিন এ ঘটনায় দুটি ইসলামি সংগঠন আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে নাসিরনগর উপজেলা সদরের আটটি হিন্দুপাড়ার বাড়িঘর ও মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা