X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নাটোরে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যের বিরুদ্ধে চার্জ গঠন

নাটোর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৭, ২২:৩০আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ২২:৩৩

নাটোর নাটোরের সিংড়া থেকে গ্রেফতারকৃত নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে চার্জ গঠণ করেছেন আদালত। মঙ্গলবার সকাল ১১টার দিকে মিজানুরকে জেলা জজ আদালতের বিচারক রেজাউল করিমের আদালতে হাজির করা হয়। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মিজানকে তার অপরাধ পড়ে শোনানোর পর তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। বিচারক রেজউল করিম মামলার বিচার কাজ শুরু করে আগামি ১৪ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল হাই ও মামলার আইও এসআই সুজন বাংলা ট্রিবিউনকে জানান, গত বছরের ১৬ জুলাই রাতে সিংড়া উপজেলার বড় বাড়ইহাটী গ্রামে অভিযান চালিয়ে বাড়ি থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মিজানুরকে আটক করে সিংড়া থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ল্যাপটপ ও কিছু সাংগঠনিক বই উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে রিমান্ডে নিয়েও জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
অপরদিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর-পাবনা পাড়া থেকে গ্রেফতারকৃত জেএমবি সদস্য সাইফুল ইসলাম দুলালকে (৪৫) জিজ্ঞাসাবাদ ও তাকে নিয়ে অভিযান চালাচ্ছে জেলা গোয়েন্দা পুলিশ। সাইফুল ইসলাম একই গ্রামের জেএমবির সদস্য ফজলুর রহমানের সৎ ভাই এবং মৃত মোতালেব হোসেনের ছেলে।

ডিবি ওসি আব্দুল হাই জানান, নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর-পাবনাপাড়া এলাকা থেকে সোমবার রাতে গ্রেফতার হওয়া জেএমবি সদস্য সাইফুল ইসলাম দুলালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া তাকে নিয়ে অভিযানও পরিচালনা করছে ডিবি পুলিশ। বুধবার তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হতে পারে বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে চাঁদপুর পাবনাপাড়া থেকে জেএমবি সদস্য ফজলুর রহমানকে অস্ত্র ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ আটক করে বগুড়া জেলা পুলিশ। পরে বগুড়া ডিবি পুলিশের এসআই জুলহাস উদ্দিন বাদী হয়ে ফজলুর রহমানসহ ৬ জেএমবি সদস্যের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত জেএমবির সদস্য ফজলুর রহমান এখন সাতদিনের রিমান্ডে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়