X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘শহীদ এম মনসুর আলী বঙ্গবন্ধু ও দেশের সঙ্গে বেঈমানি করেননি’

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৭, ০৬:৩৭আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ০৬:৪৫

শহীদ এম মনসুর আলীর জন্ম শতবার্ষিকী সমাবেশে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী এম মনসুর আলী ছিলেন একজন খাঁটি বাঙালি। তিনি জাতির জনক বঙ্গবন্ধু ও দেশের সঙ্গে কখনও বেঈমানি করেননি। সাধারণ মানুষের প্রতি তার ছিল অকৃত্রিম ভালোবাসা। তাকে হারিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হওয়ার নয়। সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার গান্ধাইল হাইস্কুল মাঠে মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকালে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক জনসমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। প্রধান বক্তা ছিলেন এম মনসুর আলীর সন্তান ও রাজনৈতিক উত্তরসূরী স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এসময় প্রধান অতিথি শহীদ এম মনসুর আলীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘শহীদ এম মনসুর আলীর জন্ম শতবার্ষিকী পালন একটি ঐতিহাসিক ঘটনা। মনসুর আলীর সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধুর সখ্যতা ছিল নজিরবিহীন। তার ওপর বঙ্গবন্ধুর ছিল অবিচল আস্থা ও অগাধ বিশ্বাস। এ জন্যই বঙ্গবন্ধু তাকে দেশের প্রধানমন্ত্রিত্বসহ ১৬টি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন।’
সমাবেশে প্রধান বক্তা স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘বাবার মুখ শেষবারের মতো দেখতে পারিনি। তারপরও গর্ব করি। তিনি জাতির জনক বঙ্গবন্ধু ও দেশের সঙ্গে কখনও বেঈমানি করেননি। নিজের জীবন দিয়ে তা প্রমাণ করেছেন।’
শহীদ মনসুর আলী স্মৃতি সংসদ আয়োজিত কাজীপুরের এ সমাবেশে সভাপতিত্ব করেন সংসদের আহবায়ক ও সিরাজগঞ্জ চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সংসদ সদস্য গাজী আমজাদ হোসেন মিলন, স্বাস্থ্যমন্ত্রীর স্ত্রী বেগম লায়লা নাসিম, সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন প্রমুখ।
এর আগে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ অতিথিরা কুড়িপাড়ায় শহীদ এম মনসুর আলীর বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।
শহীদ এম মনসুর আলীর জন্ম শতবার্ষিকীতে তার নির্বাচনি এলাকায় শহীদ মনসুর আলী কল্যাণ ট্রাস্ট, মনসুর আলী স্মৃতি সংসদ, মনসুর আলী পরিষদসহ বিভিন্ন সংগঠন দুই দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। সিরাজগঞ্জ সদরের কুড়িপাড়ায় শহীদ এম মনসুর আলীর জন্ম হলেও তার নির্বাচনি এলাকা ছিল কাজীপুর। মনসুর আলীর জন্ম শতবার্ষিকীতে তাই কাজীপুরেও ছিল উৎসবের আমেজ।

আরও পড়ুন-

‘ত্বকী, চঞ্চল হত্যাকাণ্ডের বিচার না হলে না.গঞ্জ কলঙ্কমুক্ত হবে না’

আমরা প্রতিদ্বন্দ্বী ও সমালোচকদের শত্রু মনে করি না: মতিয়া চৌধুরী

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা