X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাজীবপুর ডিগ্রি কলেজে বাড়তি ফি নেওয়ার অ‌ভি‌যোগ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৭, ০৯:২৬আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ০৯:২৯

রাজীবপুর ডিগ্রি কলেজে বাড়তি ফি নেওয়ার অ‌ভি‌যোগ

কুড়িগ্রামের রাজীবপুর ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি (বিএ, বিএসএস, বিএসসি ও বি.কম) ফরম পূরণে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ডিগ্রি পর্যায়ে ফরম পূরণে  নির্ধারিত ফি সর্বোচ্চ দুই হাজার টাকা হওয়ার কথা। সেখানে শিক্ষার্থীদের কাছে ৫ হাজার টাকা চাওয়া হয়েছে বলে জানা গেছে।

অতিরিক্ত ফি নেওয়ায় মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করে। পরে ‌শিক্ষার্থীরা কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, বিএ, বিএসএস, বিএসসি ও বি কম কোর্সে ফরম পূরণে আড়াই গুণ বেশি টাকা আদায় করা হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে উল্লেখ করা আছে, ডিগ্রি ফরম পূরণে দুই হাজার টাকার বেশি কোনও প্রতিষ্ঠানই নিতে পারবে না। সেখানে কলেজে ৫ হাজার টাকা নিচ্ছে।

মাসুদ রানা নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরাবেশির ভাগই দরিদ্র ঘরের সন্তান। একসঙ্গে ৫ হাজার টাকা দিয়ে ফরম পূরণ করা কঠিন হয়ে পড়েছে। অধ্যক্ষ স্যারকে অনেক অনুরোধ করলাম যে কিছু টাকা কমানোর জন্য কিন্তু তিনি এক টাকাও কম নেবেন না। এ অবস্থায় আমরা ফরম পূরণ নিয়ে সংকটে পড়েছি।’

একই অভিযোগ করেন বেশির ভাগ ছাত্রছাত্রীরা। আশরাফুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, ‘ফরম পূরণে তো টাকা বেশি নেয়ই, তার ওপর স্যারদের কাছে প্রাইভেট পড়া লাগে। প্রাইভেট না পড়লে ব্যবহারিক পরীক্ষায় ফেল করিয়ে দেয় স্যাররা।’

কলেজ সূত্রে জানা গেছে, বিএ, বিএসএস, বি.কম ও বিএসসি মিলে ১০০ শিক্ষার্থী ফরম পূরণ করার কথা। কিন্তু অ‌তি‌রিক্ত ফি নির্ধারণ করায় এখনও কেউ ফরম করেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একজন প্রভাষক বলেন, ‘এইচএসসি ফরম পূরণেও অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে। অধ্যক্ষ তার ইচ্ছে মতো ফি আদায় করেন। কিন্তু আদায় করা টাকার হিসেবে গড়মিল দিয়ে রাখা হয়।’

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অধ্যক্ষ ইউনুস আলী বলেন, ‘ফরম পূরণের ফির সঙ্গে শিক্ষার্থীদের মাসিক বকেয়া বেতন রয়েছে। এ কারণে কারও কারও ফি সাড়ে ৫ হাজার টাকা দাড়িয়েছে। আমরা গভর্নিং বডির সদস্যরা বসে ফরম পূরণে নির্দিষ্ট একটা ফি নির্ধারণ করেছি। সেটা হলো জনপ্রতি সাড়ে ৩ হাজার টাকা। কিছু সুবিধাবাদি ছাত্র নেতারা সাধারণ শিক্ষার্থীদের উসকে দিয়ে ওই বিক্ষোভ মিছিল করিয়েছে। প্রকৃত পক্ষে সাধারণ শিক্ষার্থীদের কোনও অভিযোগ নেই।’

কলেজের গভর্নিং বডির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য রুহুল আমিন বলেন, ‘ফরম পূরণে ফি নির্ধারণের জন্য কোনও সভা হয়নি। অধ্যক্ষ এককভাবে ওই ফি নির্ধারণ করেছেন। তা পরিশোধ করা শিক্ষার্থীদের পক্ষে কঠিন। আমিও অধ্যক্ষকে বলেছি ফি কমানোর জন্য।’

 /এসটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়