X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

অর্ধাহার-অনাহারে দিন কাটে শতবর্ষী দম্পতি মোখলেছ-রহিমার

কুমিল্লা প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৭, ১০:১৩আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৬:১০

অর্ধাহার-অনাহারে দিন কাটে শতবর্ষী দম্পতি মোখলেছ-রহিমার

উনবিংশ শতকের শেষের দিকে মোখলেছুর রহমানের জন্ম। দেখেছেন ব্রিটিশ ও পাকিস্তানি শাসন। মোখলেছুর রহমানের দাবি, তার বয়স এখন ১২১ বছর। আর তার স্ত্রীর রহিমা নেসার বয়সও শত বছরের কাছাকাছি। কুমিল্লার লাকসাম উপজেলার মনপাল গ্রামে বাস এই শতবর্ষী দম্পতির। তাদের অবস্থা খুব একটা ভালো নয়। তাই অর্ধাহার-অনাহারে দিন কাটে তাদের। সাহায্য করার মতো কোনও স্বচ্ছল স্বজনও এই দম্পতির।

মোখলেছ বলেন, তিনি যখন বিয়ে করেছেন তখন তার বয়স ২৬ বছর। স্ত্রীর ছিল ৭ বছরের। তাদের ৩ ছেলে ও ৩ মেয়ে ছিল। এর মধ্যে দুই ছেলে মারা গেছেন। আরেক অবস্থাও খুব একটা ভালো নয়।

তিনি বলেন, ‘ভোটার আইডিতে আমার বয়স কম উঠেছে। এখন বয়স ১২১ বছর। গরিব ঘরের ছেলে, লেখাপড়া করতে পারিনি। সারা জীবন কঠোর পরিশ্রম করেছি। বাংলা ১৩৪৮ সালে ভারতের আসামে গিয়েও কাজ করেছি। আমার সমবয়সী গ্রামের ফজলের রহমান মোল্লা, আবদুল করিম, আবদুল গফুর। তারা ২৫/৩০ বছর আগে মরে গেছেন। গ্রামে হাজী বাড়ি আর মোল্লা বাড়ির নাম-ডাক ছিল। গ্রামের শিক্ষাবিদ হাজী আবদুল জব্বার ১০০ বছরের বেশি বেঁচেছিলেন। এখন আমার বয়স হয়েছে, কাজ করতে পারি না। কোনও দিন একবেলা, কোনও দিন দুই বেলা না খেয়ে থাকি। অল্প কিছুদিন ধরে মাসে ৪০০ টাকা করে ভাতা পাই। স্ত্রীও একটা ভাতা পেলে আমাদের একটু উপকার হতো।’ 

মনপাল গ্রামের বাসিন্দা উত্তরদা ইউপির প্যানেল চেয়ারম্যান মো.বেলাল হোসেন বলেন, ‘তিনি (মোখলেছুর রহমান) এই এলাকার সবচেয়ে প্রবীণ মানুষ। তাদের পরিবার অবভাব-অনটনে রয়েছে। আমার ওয়ার্ডের তিন গ্রামে ১০০ জনের মতো লোক বয়স্ক ভাতা পাওয়ার উপযোগী। কিন্তু মাত্র দুইজনে বয়স্ক ভাতা পাচ্ছেন।’

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. সায়েফ উদ্দিন বলেন, এগুলো ইউপি চেয়ারম্যানরা নির্ধারণ করেন। একঘরে দুইজনকে ভাতা দেওয়ার নিয়ম নেই। তবে বিশেষ ব্যবস্থায় দেওয়া যেতে পারে।

উত্তরদা ইউপি চেয়ারম্যান মো.হারুন-অর রশিদ বলেন, ‘আমাদের চাহিদার অনুপাতে ভাতার কার্ডের বরাদ্দ কম। কাকে রেখে কাকে দেবো বুঝতে পারছি না। উর্ধ্বতন কর্তৃপক্ষ কার্ড বাড়িয়ে দিলে মানুষের উপকার হতো।’

জেলা সমাজ সেবা কর্মকর্তা হাসিনা মোরশেদ বলেন, জনসংখ্যা অনুপাতে কার্ড দেওয়া হয়। অস্বচ্ছল ৬৫ বছর বয়সের পুরুষ এবং ৬২ বছর বয়সের নারীদের এ ভাতা দেওয়া হয়। ইউনিয়ন ও উপজেলা থেকে তাদের সিলেকশন করা হয়।

 /এসটি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
টাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
চ্যাম্পিয়নস লিগটাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫