X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নাসিরনগরে হামলা: চেয়ারম্যান আঁখি দ্বিতীয় দফা রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৭, ১৫:১৭আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৫:১৭

চেয়ারম্যান আঁখি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিণবেড় গ্রামে রসরাজ দাসের বাড়িঘর ভাঙচুরের মামলায় অভিযুক্ত স্থানীয় হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির দ্বিতীয় দফা দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (১৮ জানুয়ারি) বেলা পৌনে ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম তার রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. মাহাবুবুর রহমান জানান, রসরাজ দাসের বাড়িঘরে হামলা-ভাঙচুরের মামলার তদন্তকারী কর্মকর্তা নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) সাধন চৌধুরী গ্রেফতার চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ৮ জানুয়ারি গৌর মন্দিরে হামলার মামলায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহমেদের আদালত।

উল্লেখ্য, নাসিরনগরে হামলার সন্দেহভাজন 'মূল হোতা' ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে গত ৫ জানুয়ারি রাজধানীর ভাটারা থানা থেকে আটকের পরদিন ৬ জানুয়ারি সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে সোপর্দ করে জেলা গোয়েন্দা পুলিশ। তাকে নাসিরনগর সদরের গৌর মন্দির ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। এরপর হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামে রসরাজ দাসের বাড়িঘরে হামলার মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়।

প্রসঙ্গত, ২৯ অক্টোবর ফেসবুকে পবিত্র কাবা শরীফ নিয়ে ব্যাঙ্গচিত্র পোস্ট দেওয়ার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মামলায় গ্রেফতার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ (৩০) দাসের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠে নাসিরনগর উপজেলা। পরদিন (৩০ অক্টোবর) মাইকিং করে সমাবেশ ডাকে দুটি ইসলামী সংগঠন। সমাবেশ শেষ হওয়ার পরপরই দুষ্কৃতকারীরা নাসিরনগর উপজেলা সদরে হামলা চালিয়ে অন্তত ১০টি মন্দির ও শতাধিক ঘর-বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। এরপর ৪ নভেম্বর ভোরে ও ১৩ নভেম্বর ভোরে দুষ্কৃতকারীরা আবারও উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের অন্তত ৬টি ঘর-বাড়িতে অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় নাসিরনগর থানায় পৃথক ৮টি মামলা দায়ের করা হয়। মামলাগুলোতে এখন পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপি নেতাসহ ১০৭ জনকে গ্রেফতার করে পুলিশ।

/বিটি/

আরও পড়ুন:
এক বছরে বাবা-মার হাতে নিহত ৬৪ সন্তান

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিজেএমসির চেয়ারম্যানসহ তিনজনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে দুদক
রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগবিজেএমসির চেয়ারম্যানসহ তিনজনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে দুদক
একনেকে ১১পি প্রকল্প অনুমোদন
একনেকে ১১পি প্রকল্প অনুমোদন
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে