X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

সন্ধান মিলল গাইবান্ধার যুবলীগ ও ছাত্রলীগ নেতার

গাইবান্ধা প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৭, ০৪:০০আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ০৪:২৯

জীম মণ্ডল ও সাদেকুল ইসলাম নিখোঁজের ১০ দিন পর গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার যুবলীগ নেতা মনোয়ারুল হাসান জীম মণ্ডল ও ছাত্রলীগ নেতা সাদেকুল ইসলাম সাদেকের সন্ধান পাওয়া গেছে। নীলফামারীর সৈয়দপুর থেকে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বুধবার দিবাগত রাত ১২টার দিকে। জীম ও সাদেক এবং তাদের পরিবারের সদস্যরা বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেছেন। তবে একই এলাকা থেকে নিখোঁজ হওয়া আরও এক আওয়ামী লীগ নেতা ও এক যুবদল নেতার কোনও সন্ধান এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
মনোয়ারুল হাসান জিম মণ্ডল সাদুল্যাপুর উপজেলার ৩নং দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাদুল্যাপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি এবং সাদেকুল ইসলাম সাদেক দামোদরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
সন্ধান পাওয়া জীম মণ্ডল মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার রাত পৌনে ১২টার দিকে সৈয়দপুর শহরে একটি মাইক্রোবাস থেকে আমাদের নামিয়ে দেওয়া হয়। এরপর আমরা দু’জনে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি।’ তবে কারা তাদের নামিয়ে দিয়ে গেছেন, সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে চাননি জীম। বাড়ি ফিরে সব ঘটনা জানাবেন বলেও জানিয়েছেন তিনি।
এদিকে, দুই নেতা উদ্ধার হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে দলীয় নেতা-কর্মীসহ সবার মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। তাদের সঙ্গে দেখা করা ও কথা বলার জন্য স্বজনসহ অনেক মানুষই তাদের বাড়িতে ভিড় করেছেন মধ্যরাতে।
এর আগে, গত ৯ জানুয়ারি রাত ১১টার দিকে জিম ও সাদেক মোটরসাইকেলে করে সাদুল্যাপুর থেকে লালবাজার হয়ে নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়নের কাছে যাওয়ার পথে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজন তাদের তুলে নিয়ে যায় বলে দাবি এই দু’জনের পরিবারের সদস্যদের। এ নিয়ে সাদুল্যাপুর থানায় সাধারণ ডায়েরি করে নিখোঁজ হওয়া দুই পরিবারের লোকজন। তাদের খুঁজে বের করার দাবিতে এলাকায় হরতাল-অবরোধ হলেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের সন্ধান দিতে পারেনি।
নিখোঁজ হওয়ার ১০ দিন পর জীম ও সাদেকের সন্ধান পাওয়া গেলেও এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও দুই নেতা। তারা হলেন নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুল ইসলাম প্রিন্স ও নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক শফিউল ইসলাম শাপলা। ১০ জানুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে নলডাঙ্গা থেকে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন-

নিখোঁজ চার নেতাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়?

চারদিনেও খোঁজ মেলেনি আ. লীগ ও বিএনপির ৪ নেতার

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
‘বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল, আ.লীগ তা ব্যর্থ করে দিয়েছে’
‘বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল, আ.লীগ তা ব্যর্থ করে দিয়েছে’
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
‘এখন দেখছি মরে গেলে লাশেরও নিরাপত্তা নেই’
কঙ্কাল চুরির পর বিক্ষুব্ধ স্বজন বললেন‘এখন দেখছি মরে গেলে লাশেরও নিরাপত্তা নেই’
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই