X
সোমবার, ১৩ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

৭ খুন মামলার রায় অপরাধীদের জন্য কঠোর সতর্কবার্তা: ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৭, ১৩:০৬আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১৩:১৬

নারায়ণগঞ্জে ওবায়দুল কাদের নারায়ণগঞ্জে সাত খুন মামলার রায়কে ‘বিরল’ ঘটনা উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এ রায় হল অপরাধীদের জন্য আদালতের কঠোর সতর্কবার্তা।’ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর পশ্চিম পাশে কাঁচপুর, মেঘনা ও গোমতি দ্বিতীয় সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্পের পাইলিং কাজের উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত সাত খুনের প্রধান আসামি নূর হোসেন, র‌্যাবের চাকরিচ্যুত কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড ও আরও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।  

ওবায়দুল কাদের সম্প্রতি নির্বাচন কমিশন পুনর্গঠন প্রসঙ্গে বলেন, ‘দেশের নাম্বার ওয়ান ব্যক্তির সঙ্গে ইসি গঠন নিয়ে বিএনপির আলোচনা হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে ইসি গঠন নিয়ে আলোচনা হওয়ার তাদের দ্বিতীয়বার আলোচনার কোনও সুযোগ নেই। সংবিধান অনুযায়ী যা হওয়ার তাই হবে। ইসি গঠনের বিষয়টি হল রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি কীভাবে সার্চ কমিটি গঠন করবেন এটা তার বিষয়। নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর কোনও ভূমিকা নেই।’ সেতুর পাইলিং কাজ

এসময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক সাইদুল হক, নারায়ণগঞ্জ সড়ক ও জনপদের (সওজ) নির্বাহী প্রকৌশলী আলীউল হোসেন ও উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির আলম।

মন্ত্রী আরও বলেন, ‘বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত এ ৩টি সেতু নির্মাণে ব্যয় হবে সাড়ে ৮ হাজার কোটি টাকা। এতে জাপানি দাতা সংস্থা জাইকা দেবে সাড়ে ৬ হাজার কোটি টাকা। বাকি দুই হাজার কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার। গুলশানের হলি আর্টিজানের জঙ্গি হামলায় ৭ জন জাপানি নিহত হওয়ার পর কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। কিন্তু শিডিউলে বিলম্ব হয়নি। ২০১৮ সালের ডিসেম্বর মাসে পদ্মা সেতু খুলে দেওয়া হবে যানবাহন চলাচলের জন্য। একই সঙ্গে কাঁচপুর, মেঘনা ও গোমতি দ্বিতীয় সেতুও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।’

/এফএস/ 

আরও পড়ুন- 



বোনের বাড়িতে রসরাজ, কাটছে না নিরাপত্তা নিয়ে শঙ্কা

সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্মাণকাজ শেষ হয় না, রাস্তাও ঠিক হয় না
রাজশাহী বিশ্ববিদ্যালয়নির্মাণকাজ শেষ হয় না, রাস্তাও ঠিক হয় না
টিভিতে আজকের খেলা (১৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৩ মে, ২০২৪)
সংসদীয় গণতন্ত্রকে গতিশীল করতে বিআইপিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার 
সংসদীয় গণতন্ত্রকে গতিশীল করতে বিআইপিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার 
পা দিয়ে লিখেই ‘এ মাইনাস’ পেলো সিয়াম শেখ
পা দিয়ে লিখেই ‘এ মাইনাস’ পেলো সিয়াম শেখ
সর্বাধিক পঠিত
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা