X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

গাজীপুর প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৭, ১৭:৪৭আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ০৪:২১

বিশ্ব ইজতেমা বায়ান্নতম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে আজ শুক্রবার। দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন দেশের ১৭টি জেলার মুসল্লিরা। আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা এবারের বিশ্ব ইজতেমা।

নিরাপত্তায় ছয় হাজার পুলিশ সদস্য

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ সংলগ্ন শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, ‘দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে এরমধ্যেই  বেশিরভাগ মুসল্লি চলে এসেছেন। বিশ্ব ইজতেমার এ পর্বে ছয় হাজারের মতো পুলিশ সদস্য কাজ করবে।’
এর আগে একই ময়দানে গত ১৩ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ওই পর্বে দেশের ১৭ জেলার মুসল্লিরা অংশগ্রহণ করেন।

কোন জেলা কোন খিত্তায় থাকবে

দ্বিতীয় পর্বের জন্য ইজতেমা ময়দানকে ২৬টি খিত্তায় ভাগ করা হয়েছে। এক থেকে পাঁচ নম্বর ও সাত নম্বর খিত্তায় ঢাকা জেলা, ছয় নম্বর খিত্তায় মেহেরপুর, আট নম্বর খিত্তায় লালমনিরহাট, ৯ নম্বর খিত্তায় রাজবাড়ী, ১০ নম্বর খিত্তায় দিনাজপুর, ১১ নম্বর খিত্তায় হবিগঞ্জ, ১২ ও ১৩ নম্বর খিত্তায় মুন্সীগঞ্জ, ১৪-১৫ নম্বর খিত্তায় কিশোরগঞ্জ, ১৬ নম্বর খিত্তায় কক্সবাজার, ১৭ ও ১৮ নম্বর খিত্তায় নোয়াখালী, ১৯ নম্বর খিত্তায় বাগেরহাট, ২০ নম্বর খিত্তায় চাঁদপুর, ২১ ও ২২ নম্বর খিত্তায় পাবনা, ২৩ নম্বর খিত্তায় নওগাঁ, ২৪ নম্বর খিত্তায় কুষ্টিয়া, ২৫ নম্বর খিত্তায় বরগুনা এবং ২৬ নম্বর খিত্তায় থাকবে বরিশাল জেলা।

ইজতেমার ইতিহাস ও অবকাঠামো

১৯৬৭ সালে টঙ্গীর পাগাড় গ্রামে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্ব ইজতেমা। স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টঙ্গীর বিভিন্ন মৌজায় বিশ্ব ইজতেমার জন্য ১৬০ একর ভূমি বরাদ্দ দেন। বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশে ইজতেমা স্থলের রাস্তাঘাট, অসমতল ভূমি সমতলকরণ, আট হাজার ১০৬টি পাকা শৌচাগার, পাকা গোসলখানা, ওজুখানা, বিদেশি মুসল্লিদের জন্য স্থায়ী পাকা টিনসেড ঘর নির্মাণসহ  অন্যান্য  কাজ প্রথম পর্ব অনুষ্ঠানের আগেই সমাপ্ত করা হয়।

প্রথম পর্বের নিয়মেই চলবে দ্বিতীয় পর্ব

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, প্রথম পর্বের সেবার নিয়মেই চলবে ইজতেমার দ্বিতীয় পর্ব। নিরাপদ পানি, গাড়ি পার্কিং, চিকিৎসা সেবাসহ সকল প্রকার সেবামূলক কাজ প্রথম পর্বের আলোকেই সাজানো হয়েছে।

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক