X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ভবদহের জলাবদ্ধতা নিরসনে সরকার বদ্ধপরিকর: পানিসম্পদমন্ত্রী

যশোর প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৭, ১৯:৪৭আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১৯:৪৭

ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে বর্তমান সরকার বদ্ধপরিকর, বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে ভবদহ স্লুইজ গেট সংলগ্ন এলাকা পরিদর্শন শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আনিসুল ইসলাম মন্ত্রী বলেন, ‘এপ্রিল-মে মাসের শুষ্ক মৌসুমে স্লুইচগেটগুলো যেন কার্যশীল হয় সেদিকে লক্ষ্য রাখা হবে। একটি স্কেভেটর রয়েছে, আরও একটি স্কেভেটর এনে শুষ্ক মৌসুমেই নদী ও ছোট ছোট খালগুলো খনন করা হবে। যাতে বর্ষা মৌসুমে এ অঞ্চলে কোনও জলাবদ্ধতা না দেখা দেয়।’

আপাতত এ বছরের মধ্যে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) চালু সম্ভব হচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘তবু আমরা এ বিষয়গুলো পর্যবেক্ষণে রাখবো। টিআরআর প্রকল্প আমাদের গৃহীত মহাপরিকল্পনায় রয়েছে। স্থায়ী সমাধানের লক্ষ্যে আমডাঙ্গা খালসহ অন্য খালগুলো সংস্কারের চিন্তাভাবনা রয়েছে সরকারের। এ মৌসুমে না পারলেও আগামী মৌসুমে খালের জমি অধিগ্রহণ করারও পরিকল্পনা রয়েছে।’

ভবদহ স্লুইজগেট সংলগ্ন এলাকা পরিদর্শনে মন্ত্রী মন্ত্রী আরও বলেন, ‘যে সমস্ত প্রকল্প নেওয়া হয়, তাতে শতভাগ মানুষ লাভবান হবে এমনটা ভাবা ঠিক না। দু’চারজনের ক্ষতি হয়ে থাকে। তবে আপনাদের অসুবিধা হয় সেরকম কোনও কাজ আমরা গ্রহণ করবো না। টেকা, হরিহর নদীসহ ছোট খালগুলো খনন করা হলে জলাবদ্ধতা দেখা দেবে না বলে আমরা আশাবাদী।’

এর আগে, বেলা ১২টার দিকে নওয়াপাড়ায় খাল পরির্দশন ও অভয়নগরের মশিহাটি উচ্চ বালিকা বিদ্যালয়ের পথসভায় বক্তৃতা করেন পানিসম্পদ মন্ত্রী। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী জাহাঙ্গীর কবির, খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, যশোরের জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর প্রমুখ।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বক্সিংয়ে বাংলাদেশকে সোনা এনে দিলেন যুক্তরাষ্ট্রের জিন্নাত
বক্সিংয়ে বাংলাদেশকে সোনা এনে দিলেন যুক্তরাষ্ট্রের জিন্নাত
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…