X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ছেলে সন্তান না হওয়ায় ৫ দিনের নবজাতককে হত্যা করলো মা!

সাভার প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৭, ১০:৫০আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১০:৫০

সাভার একটি ছেলে সন্তানের আশায় পর পর তিনটি মেয়ে সন্তানের জন্ম দেন অঞ্জনা। চতুর্থ সন্তানটি ছেলে হবে ধারণা ছিল তার। কিন্তু এবারও মেয়ে সন্তান হওয়ায় আশা ভঙ্গ হয় অঞ্জনার। এতে ক্ষিপ্ত হয়ে নিজের ৫ দিনের নবজাতককে গলা টিপে হত্যা করেছেন তিনি। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় এ ঘটনা ঘটে।



এ ঘটনায় অঞ্জনা ও তার স্বামী শ্রি গৌরঙ্গকে আটক করেছে পুলিশ।
নবজাতকের পরিবার ও স্থানীয়রা জানায়, গৌরঙ্গ তার স্ত্রী অঞ্জনা ও তিন মেয়ে সন্তানকে নিয়ে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় থেকে কামার শিল্পের কাজ করতেন। প্রায় ১৫ বছর আগে তারা বিয়ে করেন। বিয়ের তিন বছর পরই তাদের ঘরে একটি মেয়ে সন্তানের জন্ম নেয়।
কামার হিসেবে কাজ করে তেমন কোনও আয় না থাকায় তাদের সংসারে অভাব অনটন লেগেই থাকতো। এর মধ্যেই গৌরঙ্গ ও তার স্ত্রী একটি ছেলে সন্তানের আশায় থাকেন। আট বছর পর তারা আবারও সন্তান নেন। তবে এবারও তাদের ঘরে মেয়ে সন্তানের জন্ম হয়। ছেলে সন্তানের ইচ্ছে পূরণ না হওয়ায় তারা তৃতীয় সন্তান নিলে আবারও জন্ম হয় মেয়ে সন্তানের। তবে এর পরও ছেলে সন্তানের আশা ছাড়েননি মা অঞ্জনা। তারা আবারও সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিলে পাঁচদিন আগে তাদের চতুর্থ মেয়ে সন্তানের জন্ম হয়। এবারও ছেলে সন্তানের আশা পূরণ না হওয়ায় তার স্বামী বাড়ি থেকে চলে যায়। এ ঘটনায় মা ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার দুপুরে ঘরের ভেতরে নবজাতককে গলা টিপে হত্যা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া বলেন, নিহত নবজাতকের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নবজাতকের বাবা ও মাকে আটক করা হয়েছে।
/এআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা