X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শুরু হলো কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের কার্যক্রম

মাদারীপুর প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৭, ১৪:১৯আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১৪:১৯

উদ্বোধনের পাঁচ দিন পর আজ শুক্রবার (২০ জানুয়ারি) সকাল থেকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের কার্যক্রম শুরু হয়েছে। সকালে কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে লঞ্চ ও স্পিডবোট ঘাটের যাত্রা শুরু হয়েছে । বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে লঞ্চ ও স্পিডবোট ঘাটের পন্টুন কাওড়াকান্দি থেকে সরিয়ে কাঁঠালবাড়িতে স্থানান্তর করা হয়। শুরু হলো কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের কার্যক্রম



এর আগে গত রবিবার (১৫ জানুয়ারি) শুধুমাত্র ফেরিঘাটগুলো কাঁঠালবাড়ি নেওয়া হয় এবং ওই ঘাট থেকে ফেরি চলাচল করে আসছিল। উদ্বোধনের পর কয়েকদিন পার হলেও লঞ্চ ও স্পিডবোট ঘাট কাঁঠালবাড়িতে স্থানান্তর না হওয়ায় হয়রানির শিকার হয়ে আসছিল সাধারণ যাত্রীরা। আজ থেকে এ হয়রানির অবসান হলো।
কাঠালবাড়ি ঘাট সূত্র জানায়, উদ্বোধন হওয়া নতুন এই ঘাট থেকেই লঞ্চ, ফেরি, স্পিডবোটসহ সব নৌযান শিমুলিয়ার উদ্দেশ্যে চলাচল করবে।
বর্তমান কাঠালবাড়ি ফেরি ঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, পদ্মা সেতুর জন্য নির্মিত অ্যাপ্রোচ সড়ক ব্যবহার করে নৌপথের দুরত্ব কমাতে গত ১৫ জানুয়ারি উদ্বোধন করা হয় কাঁঠালবাড়ি ফেরিঘাট। এর ফলে দীর্ঘদিনের পুরনো কাওড়াকান্দি ঘাটটির বিলুপ্তি ঘটে। ঘাট স্থানান্তরের ফলে পদ্মার দুরত্ব কমে যায় প্রায় ৫ কিলোমিটার। আর তাই নদী পারাপারে আগের চেয়ে সময়ও বাঁচে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট। এতো দিন শুধু ফেরি পারাপার হলেও শুক্রবার সকাল থেকে লঞ্চ ও স্পিডবোটসহ সকল নৌযান কাঁঠালবাড়ি থেকেই চলাচল শুরু করেছে। ফলে কোনও যাত্রীদের আর কাওড়াকান্দি ঘাটে আসতে হবে না।
উল্লেখ্য, এ নৌরুটে ১৭টি ফেরি, ৮৬টি লঞ্চ ও আড়াইশ’র বেশি স্পিডবোট চলাচল করে। আর নতুন এই ঘাটে যানজট এড়াতে পরিবহনের জন্য নির্মাণ করা হয়েছে পৃথক পৃথক পার্কিং ইয়ার্ড। পরিবহন ফেরি ওঠা-নামার জন্যও রয়েছে আলাদ পথ। দূরপাল্লার বাস, লোকালবাস, মাইক্রোবাসের জন্য করা হয়েছে ভিন্ন পার্কিং ব্যবস্থা। কমপক্ষে সহস্রাধিক পবিরহন এক সাথে পার্কিংয়ের সুবিধা রাখা হয়েছে এ কাঠালবাড়ি ঘাটে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!