X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জিপটি দেখতে কৌতূহলী মানুষের ভিড়

গাজীপুর প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৭, ২০:০৮আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ২০:২১

গাজীপুরে উদ্ধার হওয়া গাড়ি গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা একটি জিপ আলোড়ন তুলেছে স্থানীয় মানুষের মধ্যে। জিপটি দেখতে ভীড় করছে বহু কৌতূহলী মানুষ।
প্রসঙ্গত, এলাকাবাসীর সহযোগিতায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে গাজীপুরের কাপাসিয়া শীতলক্ষ্যা (বানার) নদী থেকে একটি প্রাডো জিপ উদ্ধার করে পুলিশ।
তবে শুক্রবার সারা দিনেও জিপটির খোঁজ নিতে কেউ আসেনি। পুলিশ খোঁজ নিয়েও কোনও তথ্য উদঘাটন করতে পারেনি। আগামীকাল শনিবার বিআরটিএ কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, জিপটির রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে ঢাকার মিরপুর থানা এলাকার একটি ঠিকানা পাওয়া গেছে। কিন্তু ঠিকানায় যে নারীর নাম লেখা আছে, তাকে বাসায় পাওয়া যায়নি। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শ্যাওলা মোছার পর জিপটির সাদা রং ভেসে উঠেছে। গ্লাসগুলো অক্ষত, তবে কিছু কিছু জায়গায় কাদা লেগে আছে। চাবি লাগানো জিপটির বিভিন্ন অংশে মরিচা পড়েছে। নাম্বার প্লেটে লেখা ঢাকা মেট্রো ঘ ১১-২০২৯।’
ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘কাপাসিয়া থানায় গাড়ি উদ্ধার সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরিতে পরিত্যক্ত অবস্থায় জিপটি পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। ইঞ্জিনের সঙ্গে গাড়ীর রেজিস্ট্রেশন নম্বরের ভিন্নতা আছে কিনা, তা আমরা দেখব।’
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয় লোকজন জিপটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে শিকল লাগিয়ে এলাকাবাসীর সহায়তায় সেটা পানি থেকে উঠানো হয়। আমি বাদী হয়ে এ ব্যাপারে থানায় জিডি করেছি। আগামীকাল (শনিবার) বিআরটিএ কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হবে।’
নারায়ণপুর গ্রামের কৃষক বাদল সরকার সাংবাদিকদের বলেন, ‘নদীতে মাছ ধরার জন্য বৃহস্পতিবার দুপুরে কয়েকজনকে নিয়ে জাল দিয়ে ঘের দিচ্ছিলাম। এসময় পানির নিচে গাড়িটির সন্ধান পাই। এরপর স্থানীয় জনপ্রতিনিধিসহ থানা পুলিশকে জানাই। গাড়িটি সাদা রংয়ের। তবে পানির নিচে থাকায় বিভিন্ন জায়গায় মরিচা পড়ে এটা পুরনো হয়ে গেছে।’

আরওপড়ুন-

কেন অপরাধে জড়াচ্ছে কিশোররা!

নানা আয়োজনে বরিশালে শহীদ আসাদকে স্মরণ

/এএআর/আপ-টিআর

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা