X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

১১ দিন পর ফিরেছেন সাদুল্যাপুরে নিখোঁজ আ.লীগ নেতা প্রিন্স ও যুবদল নেতা শাপলা

গাইবান্ধা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৭, ১০:২৪আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১১:৫৬

প্রিন্স ও শাপলা নিখোঁজ থাকার ১১ দিন পর গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগ নেতা মাইদুল ইসলাম প্রিন্স ও যুবদল নেতা শফিউল ইসলাম শাপলাও নিজবাড়িতে ফিরে এসেছেন। শুক্রবার গভীর রাতে তাদের দুজনকে দিনাজপুর জেলার পারবর্তীপুর উপজেলার খোলাহাটি এলাকায় রেখে যায় কয়েকজন। পরে তারা বিষয়টি পরিবারকে জানালে মাইক্রোবাসে করে তাদের বাড়ি নিয়ে আসেন পরিবারের সদস্যরা।

শনিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম নয়ন তাদের দুই জনের বাড়ি ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

তরিকুল ইসলাম নয়ন জানান, শুক্রবার রাত ১টার দিকে তার ভাই প্রিন্স মোবাইলে ফোন দিয়ে জানান, তাদের দুই জনকে দিনাজপুর জেলার পারবর্তীপুর উপজেলার খোলাহাটি এলাকায় রেখে গেছেন কয়েকজন। পরে মাইক্রোবাস নিয়ে গিয়ে তাদের বাড়িতে নিয়ে আসা হয়।

মাইদুল ইসলাম প্রিন্স নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও শফিউল ইসলাম শাপলা নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক। গত ১০ জানুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে নলডাঙ্গা রেল গেট থেকে প্রিন্সকে ও কাচারি বাজার এলাকা থেকে শাপলাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যর পরিচয়ে দিয়ে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে সাদুল্যাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

উদ্ধার হওয়া প্রিন্স বলেন, ‘শুক্রবার রাতে আমাদের দুজনকে খোলাহাটি এলাকায় রেখে যায় কয়েকজন। এরপর আমরা বিষয়টি আমাদের পরিবারকে জানাই। তবে কারা আমাদের ধরে নিয়ে যায় এবং ১১ দিন আমরা কোথায় ছিলাম তা জানতে পারিনি। এমনকি যারা আমাদের আটক করে রেখেছিলেন তাদেরও চিনতে পারিনি। 

শাপলা বলেন, ‘তুলে নেওয়ার পর থেকে আমাকে একটি ছোট ঘরে আটকিয়ে রাখা হয়েছিল। সেখানে খাবার দেওয়া হতো। তবে কোথায় কীভাবে আছি তা জানতে পারিনি। তাদের কাউকে চিনতেও পারিনি। ’ 

এদিকে, প্রিন্স ও শাপলা বাড়ি ফেরায় দলীয় নেতাকর্মীসহ জনসাধারণের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। তাদের সঙ্গে দেখা ও কথা বলার জন্য স্বজনসহ শতশত মানুষ বাড়িতে ভিড় জমাচ্ছেন।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, চার নেতা নিখোঁজ হওয়ার ঘটনায় সাদুল্যাপুর থানায় সাধারণ ডায়েরি হয়। এরপর বিভন্নভাবে তাদের উদ্ধারে তৎপর ছিলো পুলিশ। অবশেষে দুজন অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছেন। এর আগেও নিখোঁজ যুবলীগ নেতা জিম মণ্ডল ও ছাত্রলীগ নেতা সাদেক অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছেন।  

উল্লেখ্য গত ৯ জানুয়ারি রাত ১১টার দিকে মোটরসাইকেলে করে সাদুল্যাপুর থেকে লালবাজার হয়ে নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়নের কাছে যাওয়ার পথে জিম ও সাদেককে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজন তুলে নিয়ে যায়। নিখোঁজ হওয়ার ১০ দিন পর জীম ও সাদেক বাড়ি ফিরে আসেন। আর ১০ জানুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে নলডাঙ্গা থেকে প্রিন্স ও শাপলাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। অবশেষে ১১ দিন নিখোঁজ থাকার পর তারাও ফিরে এলেন।

/এফএস/ 

আরও পড়ুন- 


সাবধান! চলন্ত ট্রেনে যাত্রীবেশে বেপরোয়া ছিনতাইকারী

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী