X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘কোথায় ছিলাম, কাদের কাছে ছিলাম জানি না’

গাইবান্ধা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৭, ১২:০২আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১২:০২

প্রিন্স ও শাপলা নিখোঁজ হওয়ার ১১ দিন পর বাড়ি ফিরে এসেছেন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগ নেতা মাইদুল ইসলাম প্রিন্স ও যুবদল নেতা শফিউল ইসলাম শাপলা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাদের। তবে বাড়ি ফিরে দুজনেই জানান, এই ১১দিন তারা কোথায় ছিলেন, কাদের কাছে ছিলেন তার কিছুই জানেন না।

শুক্রবার গভীর রাতে তাদের দুজনকে দিনাজপুর জেলার পারবর্তীপুর উপজেলার খোলাহাটি এলাকায় রেখে যায় কয়েকজন। পরে তারা বিষয়টি পরিবারকে জানালে মাইক্রোবাসে করে তাদের বাড়ি নিয়ে আসেন পরিবারের সদস্যরা।

শনিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম নয়ন তাদের দুই জনের বাড়ি ফেরার বিষয়টি নিশ্চিত করেন।

মাইদুল ইসলাম প্রিন্স নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও শফিউল ইসলাম শাপলা নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক। গত ১০ জানুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে নলডাঙ্গা রেল গেট থেকে প্রিন্সকে ও কাচারি বাজার এলাকা থেকে শাপলাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যর পরিচয়ে দিয়ে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে সাদুল্যাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

উদ্ধার হওয়া প্রিন্স বলেন, শুক্রবার রাতে তাদের দুজনকে খোলাহাটি এলাকায় রেখে যায় কয়েকজন। এরপর তারা বিষয়টি তাদের পরিবারকে জানান। তবে কারা তাদের ধরে নিয়ে গেছেন এবং ১১ দিন তারা কোথায় ছিলেন তা জানতে পারেননি। এমনকি যারা তাদের আটক করে রেখেছিলেন তাদেরকেও চিনতে পারেননি।

শাপলা বলেন, ‘তুলে নেওয়ার পর থেকে আমাকে একটি ছোট ঘরে আটকিয়ে রাখা হয়েছিল। সেখানে খাবার দেওয়া হতো। তবে কোথায় কীভাবে আছি তা জানতে পারিনি। তাদের (অপহরণকারীদের) কাউকে চিনতেও পারিনি।’ 

এদিকে, প্রিন্স ও শাপলা বাড়ি ফেরায় দলীয় নেতাকর্মীসহ জনসাধারণের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। তাদের সঙ্গে দেখা ও কথা বলার জন্য স্বজনসহ শতশত মানুষ বাড়িতে ভিড় জমান।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, চার নেতা নিখোঁজ হওয়ার ঘটনায় সাদুল্যাপুর থানায় সাধারণ ডায়েরি হয়। এরপর বিভন্নভাবে তাদের উদ্ধারে তৎপর ছিলো পুলিশ। অবশেষে দুজন অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছেন। এর আগেও নিখোঁজ যুবলীগ নেতা জিম মণ্ডল ও ছাত্রলীগ নেতা সাদেক অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছেন।  

উল্লেখ্য গত ৯ জানুয়ারি রাত ১১টার দিকে মোটরসাইকেলে করে সাদুল্যাপুর থেকে লালবাজার হয়ে নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়নের কাছে যাওয়ার পথে জিম ও সাদেককে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজন তুলে নিয়ে যায়। নিখোঁজ হওয়ার ১০ দিন পর জীম ও সাদেক বাড়ি ফিরে আসেন। আর ১০ জানুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে নলডাঙ্গা থেকে প্রিন্স ও শাপলাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। অবশেষে ১১ দিন নিখোঁজ থাকার পর তারাও ফিরে এলেন।

/এফএস/ 

আরও পড়ুন- 

‘সাত খুনের বিচার হয়, তনু হত্যায় কেন নয়?’
ভুল চিকিৎসায় বাংলাদেশি শিশুর মৃত্যু, ৩ বছর পর ভুল স্বীকার ব্রিটিশ হাসপাতালের

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি