X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বগুড়ায় স্বর্ণের দোকানে লুট: ১৩ ডাকাত শনাক্ত

বগুড়া ব্যুরো
২১ জানুয়ারি ২০১৭, ১৯:১৬আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৯:২৬

বগুড়ায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার রিপন
বগুড়া শহরের এমএ খান লেনে গোল্ডেন মার্কেটে আল-হাসান জুয়েলার্সে লুটের ঘটনায় ১৩ আন্তঃজেলা ডাকাতকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ঘটনার পরপরই পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজন বৃহস্পতিবার সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গ্রেফতার হওয়া ডাকাতরা হলো পাবনার আতাইকুলা উপজেলার কাজীপুর গ্রামের টুকু লস্করের ছেলে আলমগীর হোসেন, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পিটুয়াবন্দর এলাকার রিপন ও বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামের আলম খান। শনিবার বিকালে তদন্তকারী কর্মকর্তা সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী এ তথ্য জানান।

ওসি জানান, গ্রেফতার তিনজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ১৩ সদস্যের ডাকাতদল দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে থাকে। বগুড়ার আল-হাসান জুয়েলার্সে ডাকাতি করতে তারা ঢাকায় বৈঠক করে। এরপর তারা বগুড়ার ওই জুয়েলার্স থেকে একটি আংটি কেনে। গহনার অবস্থান ও পরিমাণ সম্পর্কে জেনে নেয়। গত ১৪ জানুয়ারি তারা ঢাকা থেকে তিনভাগে বিভক্ত হয়ে বগুড়ার ওই জুয়েলার্সে ডাকাতির প্রস্তুতি নেয়। সাভার থেকে সাতজন একটি মাইক্রোবাসে ও তিনজন একটি কারে ওঠে। আগ্নেয়াস্ত্র, গুলি ও ককটেল নিয়ে তিনজন চন্দ্রা মোড় থেকে শ্যামলী পরিবহনের একটি কোচে ওঠে। পরিকল্পনা অনুসারে ডাকাতরা বগুড়া শহরতলির বনানী এলাকায় মিলিত হয়। সন্ধ্যা হলেই দুই ভাগে বিভক্ত হয়ে তারা শহরে ঢোকে। মাইক্রোবাসে ১০ জন জুয়েলার্সের কাছে গালাপট্টিতে যায়। প্রাইভেট কার নিয়ে তিনজন সার্কিট হাউজের সামনে অবস্থান নেয়। ওই ১০ জনের মধ্যে ৮ জন হেঁটে নিকটেই এমএ খান লেনে গোল্ডেন মার্কেটে জনৈক গুলজার রহমানের আল-হাসান জুয়েলার্সে হানা হামলা চালায়। আতঙ্ক ছড়াতে তারা বিপুল সংখ্যক ককটেল বিস্ফোরণ ঘটায়। প্রচার করা হয় ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষ চলছে। তখন এলাকা প্রায় জনশূন্য হয়ে পড়ে। মুখোশ পরে ডাকাতরা মালিক গুলজার রহমানের পায়ে গুলি করে।

স্বর্ণের দোকানের মালিক গুলজার বলেন, ‘অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে চাবি নিয়ে সিন্দুক খুলে ও সেলফ ভেঙে প্রায় ৬০০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫ লাখ টাকা নেয়। বস্তায় টাকা ও স্বর্ণালঙ্কার তোলার পর সিসি ক্যামেরার ডিভাইস খুলে নেয়। এরপর ডাকাতরা আবারও ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। ককটেলের আঘাতে দু’জন পথচারী আহত হন।’

কিছুক্ষণ পর পুলিশ শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় গুলি করে মাইক্রোবাসসহ ডাকাত আলমগীর হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। মাইক্রোবাসে ৩ কেজি ৩৭৫ গ্রাম গহনা এবং ১২টি ককটেল পাওয়া গেলেও নগদ টাকা পাওয়া যায়নি। পরে গুলিবিদ্ধ আলমগীরকে পুলিশ পাহারায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ঘটনার কয়েকদিন পর পুলিশ গোপনে খবর পেয়ে বঙ্গবন্ধু সেতু এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করে। পায়ে ক্ষত দেখে ডাকাত রিপনকে ও তার স্বীকারোক্তিতে ঢাকার মোহাম্মদপুর থেকে আলম খানকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার ও ১৩ জনের নাম জানায়। পুরো ডাকাতির ঘটনার বর্ণনা দেয়। ডাকাতরা বরিশাল, কিশোরগঞ্জ, ঢাকার সাভার ও আশুলিয়ার বাসিন্দা। রিপন বৃহস্পতিবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুজ্জামানের কাছে দায় স্বীকার করে জবানবন্দি দেয়। আলম পুলিশের কাছে ডাকাতির কথা স্বীকার করে। পরে রিপন ও আলমকে জেল কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। তবে আহত আলমগীর শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তদন্তকারী কর্মকর্তা আসলাম আলী আরও বলেন, ‘ডাকাতিতে জড়িত অন্য ১০ জনকেও শনাক্ত করা হয়েছে। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের গ্রেফতারে অভিযান চলছে।’

 আরও পড়ুন: বগুড়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!