X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘আগুন সন্ত্রাসের জন্য খালেদা জিয়াকে মানুষ উচিত জবাব দেবে’

বগুড়া প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৭, ২৩:৪৪আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ২৩:৫৭

কর্মিসভায় অন্যান্যের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ১৪ দলের সমন্বয়ক, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের নির্ধারিত সময়ের একদিন আগেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে এই নির্বাচন। আর ২০১৪ সালে জনগণের কাছে যেমন খালেদা জিয়া পরাজিত হয়েছেন, ২০১৯ সালের নির্বাচনেও তিনি পরাজিত হবেন। আগুন সন্ত্রাসের জন্য খালেদা জিয়াকে দেশের মানুষ উচিত জবাব দেবে।
শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়া সার্কিট হাউসে ১৪ দলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোহাম্মদ নাসিম। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই কর্মিসভা।
সভায় মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। গ্রামের মানুষের দ্বারপ্রান্তে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে। ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে বিদ্যুতের আলো। প্রধানমন্ত্রী সাধারণ মানুষের কথা ভাবেন। তাদের জন্য কাজ করেন। তাই অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি আওয়ামী লীগসহ ১৪ দলের নেতা-কর্মীদের নির্দেশ নিয়েছেন।’
১৪ দলের এই কর্মিসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য আব্দুল মান্নান, ১৪ দলের কেন্দ্রীয় নেতা ডা. শাহাদৎ হোসেন, রেজাউর রশিদ খান, অধ্যাপক নুরুল মজিদ বেলাল, শজিমেকের অধ্যক্ষ প্রফেসর একেএম আহসান হাবীব, বিএমএ বগুড়ার সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু, স্বাচিপ সভাপতি ডা. সামির হোসেন মিশু, জেলা আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান দুলু, শাহরিয়ার আরিফ ওপেল প্রমুখ।
প্রসঙ্গত, স্বাস্থ্যমন্ত্রীসহ ১৪ দলের নেতারা রবিবার (২২ জানুয়ারি) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে আইসিইউ ইউনিট উদ্বোধন করবেন। পরে শহরের মাটিডালী ও মোকামতলায় শীতবস্ত্রও বিতরণ করবেন।

আরও পড়ুন-

অন্ধকার থেকে স্বাভাবিক জীবনে ফিরলেন তারা

কাল না. গঞ্জের ৭ খুন মামলায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ