X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নরসিংদীতে ওয়ার্ড কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৭, ২২:০১আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ২২:০৬

নরসিংদী নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মজিবুর রহমানকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। মজিবুর রহমানের রাজনৈতিক প্রতিপক্ষরা এ ঘটনায় জড়িত বলে অভিযোগ করেছেন তার স্ত্রী শাহেদা বেগম। রায়পুরা থানা পুলিশ বলছে, হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
পুলিশ ও নিহত কাউন্সিলরের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রায়পুরার তুলাতুলি বাজার থেকে সস্ত্রীক বাড়ি ফিরছিলেন মজিবুর রহমান। পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা করে। এসময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী শাহেদা বেগমও আহত হন।
দুর্বৃত্তরা মুজিবর রহমানকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মজিবুর রহমানের শাহেদা বেগম বাংলা ট্রিবিউনের কাছে অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী এলাকায় অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। এ কারণে তিনি টানা দুই বারের নির্বাচিত কাউন্সিলর। সর্বশেষ ইউপি নির্বাচনে তার জয়ের পর থেকেই তার রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে হুমকি দিয়ে আসছিলেন। এরই জের ধরে তারা আজকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।’ তবে এ ঘটনায় জড়িত হিসেবে সুনির্দিষ্ট কারও নাম বলেননি শাহেদা বেগম।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বাংলা ট্রিবিউনকে এ ঘটনা প্রসঙ্গে বলেন, ‘নিহত কাউন্সিলরের লাশ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যার ঘটনায় কারা জড়িত বা কী কারণে হত্যা করা হয়েছে তা তদন্তের পর জানা যাবে। তবে হত্যায় জড়িতদের ধরতে এরই মধ্যে অভিযান শুরু করেছি।’
এই ঘটনায় নিহত কাউন্সিলরের স্ত্রী শাহেদা বেগম বাদী হয়ে মামলা করবেন এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি আজহারুল ইসলাম।

আরও পড়ুন-

গাইবান্ধায় শিশুহত্যার কথা স্বীকার করেছে কিশোর আকাশ

সাতক্ষীরায় ছাত্রলীগ নেতা হত্যা: দুই জনের দুইদিনের রিমান্ড



/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’