X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আহত যুবককে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন আনসার সদস্য

সাভার প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৭, ২২:৫৯আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ২৩:০১

সাভার আশুলিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় গুরুতর আহত এক যুবককে বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন জাহাঙ্গীর আলম নামের এক আনসার সদস্য। এ ঘটনায় অজ্ঞাত আরও এক যুবকের মৃত্যু হয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর হোসেন জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত আনসার সদস্য বড়গুনা সদর থানার হাউজিবুনিয়া গ্রামের মো. জয়নুদ্দিনের ছেলে। তিনি কবিরপুর এলাকার পাওয়ারগ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। নিহত অপর যুবকের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার (২২ জানুয়ারি) সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। সকালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অর্কিড অ্যালিগ্যান্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে পেছনে থাকা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত পরিচয়ের এক যুবককে চাপা দিয়ে সড়ক থেকে নিচে পড়ে যায়।
আহত ওই যুবককে বাঁচানোর জন্য ঘটনাস্থলে ছুটে যান আনসার সদস্য জাহাঙ্গীরসহ আরও এক আনসার সদস্য। এসময় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। তৎক্ষণাৎ উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি বাস দ্রুত ঘটনাস্থলে চলে এলে জাহাঙ্গীর বাসটিকে থামানোর সংকেত দেন। কিন্তু ওই যাত্রীবাহী বাসটি সেই সংকেত না শুনে আনসার সদস্যকেও চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই)জাফর হোসেন এ ঘটনা প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

আরও পড়ুন-

গাইবান্ধায় গলায় রশি প্যাঁচানো কন্যাশিশুর লাশ

সাতক্ষীরায় ছাত্রলীগ নেতা হত্যা: দুই জনের দুইদিনের রিমান্ড



/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা