X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সুরঞ্জিত সেন গুপ্তের ওপর গ্রেনেড হামলা: আদালতে হাজিরা দিলেন বরখাস্তকৃত দুই মেয়র

সুনামগঞ্জ প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৭, ১৬:১১আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৬:১৬

সুরঞ্জিত সেন গুপ্তের ওপর গ্রেনেড হামলা: আদালতে হাজিরা দিলেন বরখাস্তকৃত দুই মেয়র সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের ওপর গ্রেনেড হামলা মামলায় সিলেট সিটি করপোরেশনের বরখাস্থকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র জি কে গউছ আদালতে হাজিরা দিয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ জেলা ও দায়েরা জজ মো. মুজিবুর রহমানের আদালতে তারা হাজিরা দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ড. খায়রুল কবীর রুমেন বলেন, ‘সুরঞ্জিত সেন গুপ্তকে হত্যা প্রচেষ্টা মামলায় সিআইডি প্রতিবেদনে আসামিদের সম্পৃক্ত থাকার প্রতিবেদন এসেছে।

বর্তমানে মামলার এই দুই আসামিই উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী মল্লিক মঈনুদ্দিন সোহেল বলেন, ‘এই মামলা আজ কগনিজেন্স হেয়রিংয়ের ( অভিযোগ আমলে নেওয়ার শুনানি) জন্য তারিখ ধার্য্য ছিল। আসামিদের বিরুদ্ধে যেন অভিযোগ আমলে না নেওয়া হয়, সেজন্য আমরা শুনানি করেছি। আশা করি আসামিদের বিরুদ্ধে মামলাটি আমলে নেওয়া হবে না।’

উল্লেখ, ২০০৪ সালে ২১ জুন দুপুরে দিরাই বাজারে একটি সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। এ সমাবেশে প্রধান অথিতির বক্তব্য রাখছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত। এ বোমা হামলায় এক যুবলীগকর্মী নিহত হয় ও  ২৯ জন আহত হয়। এ মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। সে সময় এসআই হেলাল উদ্দিন বাদী হয়ে দিরাই থানায় একটি মামলা দায়ের করেন। সম্প্রতি  মামলার তদন্তকারী কর্মকর্তা  পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি সহকারী পুলিশ সুপার বসু দত্ত চাকমা তাদের সুরঞ্জিত সেন গুপ্তের সমাবেশে গ্রেনেড হামলা মামলার আসামি করে ওই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনে বসু দেব চাকমা গ্রেনেড হামলার ঘটনায় তাদের সম্পৃক্ত থাকার অভিযোগ করেন।

আদালতে হাজির হওয়ার আগে বরখাস্তকৃত মেয়র জানান, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যাধানে মেয়র নির্বাচিত হওয়ায় আমাকে উদ্দেশ্য মূলক ভাবে আসামি করা হয়েছে। তিনি আরও বলেন, ‘আমি দিরাই শাল্লায় কখনও আসিনি। ১২ বছর আগের মামলায় আমাকে ষড়যন্ত্র মূলকভাবে জড়ানো হয়েছে। আশা করি, আদালতে ন্যায় বিচার পবো।

হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন, ‘আমি রাজনীতির প্রতিহিংসার স্বীকার। ছাত্রজীবন থেকে আমি বিএনপির রাজনীতে সক্রিয়। পরপর তিন বার হবিগঞ্জবাসী আমাকে মেয়র নির্বাচিত করেছে। আমার জনপ্রিয়তাই আমার জন্য কাল হয়েছে। যারা আমার সঙ্গে জনগনের ভোটের লড়াইয়ে হেরেছে তারাই পরিকল্পিতভাবে আমার ওপর একের পর এক মিথ্যে মামলা দায়ের করেছে।

/এমডিপি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী