X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মমতাজকে প্রধান অতিথি না করায় অনুষ্ঠান স্থগিত!

মানিকগঞ্জ প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৭, ১৮:৩৫আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৮:৪৩

সংসদ সদস্য মমতাজ বেগম

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে প্রধান অতিথি না করায় সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লেমু বাড়ি বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের পূর্ব নির্ধারিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনবন্ধু জানান, ‘এমপির ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমানের মোবাইল ফোনের নির্দেশে অনুষ্ঠান বন্ধ রাখা  হয়েছে।’

প্রধান শিক্ষক দীনবন্ধু  জানান, ‘১৬ এবং ১৭ জানুয়ারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার ২৩ জানুয়ারি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা। পার্শ্ববর্তী হাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিল্পপতি গোলাম মনির হোসেনকে অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়। কিন্তু হঠাৎ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন। এসময় তিনি  তাকে (প্রধান শিক্ষককে)মোবাইলে মমতাজ এমপির ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমানকে ধরিয়ে দেন। ব্যক্তিগত সহকারী ওবায়দুরও  অনুষ্ঠান বন্ধ রাখার জন্য নির্দেশ দেন। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন নাহারও অনুষ্ঠান বন্ধের বিষয়ে একমত পোষণ করেন।’

এব্যাপারে পুটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ওই বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি মমতাজকে প্রধান অতিথি না করায়  অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন এমপির ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান।’ 

জানা গেছে, ইউপি চেয়ারম্যান গোলাম মনির আওয়ামী লীগার হলেও এমপির সঙ্গে তার দ্বন্দ্ব ও মতভেদ রয়েছে। এ বিষয়ে পুটাইল ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল মোবাইল ফোনে জানান, ‘শিল্পপতি মনির হোসেন আগামীতে এমপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী বলে এলাকায় গুঞ্জন রয়েছে। যে কারণে পুরস্কার বিতরণীর ওই অনুষ্ঠানটি স্থগিত রাখার নির্দেশ দেওয়া হতে পারে।’ এছাড়া স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কথাও স্বীকার করেন তিনি।

এমপি মমতাজের ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ‘বিদ্যালয় সংশ্লিষ্ট উন্নয়নের বিষয়টি বিবেচনা করে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আপাতত স্থগিত রাখার জন্যে অনুরোধ জানানো হয়েছে ।’

এপিএইচ/                                                                                                                                                                                                                            

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়