X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

যশোরে তিন স্কুলছাত্র নিখোঁজ!

যশোর প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৭, ২০:৪৩আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ২০:৪৬

যশোরের চৌগাছা শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির তিন ছাত্র রবিবার (২২ জানুয়ারি) দুপুরে প্রাইভেট পড়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে এখনও ফিরে আসেনি। এ ঘটনায় সম্ভাব্য সবখানে খোঁজ করেও সন্ধান না পেয়ে চৌগাছা থানায় সাধারণ ডায়েরি (নম্বর ৯৫২) করেছেন তাদের পরিবার। যশোরে তিন স্কুলছাত্র নিখোঁজ!

নিখোঁজ তিন ছাত্র হলো- চৌগাছা থানাপাড়ার ভাড়াটিয়া শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম শাওন (১৩), পশ্চিম কারিগরপাড়ার আরিফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৩) ও বাকপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে তানভির আহমেদ তন্ময় (১৩)। তারা তিনজন বন্ধু ও একই ক্লাসের শিক্ষার্থী।

নিখোঁজ আশরাফুল ইসলাম শাওনের বাবা শফিকুল ইসলাম সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, ২২ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে তার ছেলে শাওন প্রাইভেট পড়ার নাম করে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। বাড়িতে না ফেরায় আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজখবর নিয়ে জেনেছেন- কোথাও সে যায়নি।

পরে বাসায় খোঁজাখুঁজি করে জানতে পেরেছেন, শাওন বাড়ি থেকে যাওয়ার সময় জামা, প্যান্ট, শীতের কাপড় ও ৩/৪টা বই ও আনুমানিক ৯ হাজার টাকা নিয়ে বের হয়ে গিয়েছে।

পরে তিনি তার ছেলের বন্ধুদের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পেরেছেন, তার অপর দুই বন্ধু আশরাফুল ইসলাম ও তন্ময়কেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন তিন পরিবারের পক্ষ থেকে তাদের খোঁজাখুঁজি করা হচ্ছে।
সোমবার বিকালে শাওনের বাবা শফিকুল ইসলাম বলেন, আমার ছেলেসহ তিনজনের সন্ধান মেলেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করছি।

তন্ময়ের মা হাফিজা আক্তার সীমা বলেন, এখনও ছেলের সন্ধান পাইনি। খোঁজাখুঁজি করছি, কোথাও পাচ্ছি না।

চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান বলেন, নিখোঁজদের মধ্যে তন্ময় আগেও একবার বাড়ি ছেড়ে গিয়েছিল। তাকে খুলনা থেকে পরিবারের সদস্যরা পরে খুঁজে পায়। তবে তিনজনের একজনকেও এখন পর্যন্ত পাওয়া যায়নি। বিষয়টি এসআই আনোয়ারুল ইসলাম তদন্ত করছেন।’

এ বিষয়ে এসআই আনোয়ারুল ইসলাম বলেন, নিখোঁজ তিন শিক্ষার্থীর বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ-খবর নিয়ে জানতে পেরেছি, তারা বাড়ি থেকে জামা কাপড় ও টাকা নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, তিন বন্ধু কোথাও বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে না বলে গেছে। আমরা খোঁজ-খবর নিচ্ছি।

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়