X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে শামসুল হক হত্যা মামলায় ৩ ভাইসহ ৪ জনের যাবজ্জীবন

গাজীপুর প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৭, ২২:৫৭আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ২২:৫৯

 

গাজীপুর গাজীপুরে শামসুল হক দর্জিকে হত্যা মামলায় তিন ভাইসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সোমবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক ইকবাল হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সোবাহানের ছেলে মাসুদ, সানাউল্লাহ, নূরে আলম ওরফে ময়না ও তাদের ভগ্নিপতি বরিশালের কোতোয়ালি থানার হরিনাফুলিয়া গ্রামের গণি শিকদারের ছেলে আনোয়ার শিকদার। রায় ঘোষণার সময় নুরে আলম ওরফে ময়না উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।
গাজীপুর আদালতের আইনজীবী হাফিজ উল্লাহ দর্জি জানান, পূর্ব শত্রুতার জেরে ২০০৪ সালের ১৫ এপ্রিল বিকালে দন্ডপ্রাপ্ত মাসুদ ও তার ভাই সানাউল্লাহ কালীগঞ্জের রামচন্দ্রপুর এলাকার শামসুল হক দর্জিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির কিছু দূরে পূর্ব পরিকল্পিতভাবে তাদের হাতে থাকা লাঠি দিয়ে শামসুল হককে মারধর করে। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা নুরে আলম ওরফে ময়না ও তার ভগ্নিপতি আনোয়ার শিকদারও শামসুলকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়।

পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা শামসুলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামসুলকে মৃত ঘোষণা করেন।

পরদিন নিহতের স্ত্রী হাফেজা বেগম বাদী হয়ে ওই চারজনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুবকর সিদ্দিক একই বছরের ১০ অক্টোবর ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানি শেষে ঘটনার ১৩ বছর পর সোমবার আদালত এ রায় দেন। এ মামলায় ১৩ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট হাফিজ উল্লাহ দর্জী ও আসামি পক্ষে মামলা পরিচলান করেন অ্যাডভোকেট সুলতান উদ্দিন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!