X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার নেতৃত্বেই খালেদা নির্বাচন করবেন: স্বাস্থ্যমন্ত্রী

খুলনা প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:৩৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:৩৬

শেখ হাসিনার নেতৃত্বেই খালেদা নির্বাচন করবেন: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য, পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বেই খালেদা জিয়া নির্বাচন করবেন ইনশাল্লাহ। পৃথিবীর কোনও দেশে রাষ্ট্রপতির কারও পরামর্শ নেওয়ার বিধান নেই। এমনকি বাংলাদেশের সংবিধানেও নেই। তারপরও শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করেন বলেই এটি সম্ভব হয়েছে। আর রাষ্ট্রপতি সব দলের পরামর্শ নিয়েই সার্চ কমিটি গঠন করেছেন। ’ মঙ্গলবার রাত ৮টায় খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং ১৪ দল আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বিএনপি-জামায়াত ছাড়া সব দলই সার্চ কমিটি গঠন ভালো হয়েছে বলে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘যতো ভালো কাজ করা হোক না কেন, জনগণের কাছে যেতে হবে। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমেই আগুন সন্ত্রাসীদের চিরদিনের জন্য পরাজিত করতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি-জামায়াতের শাসনামলে সন্ত্রাসীদের মদদ দেওয়া হয়েছে। আর তাদের মদদে এই খুলনায় হুমায়ূন কবির বালু, মানিক চন্দ্র সাহা, হারুনুর রশিদ খোকনের মতো সাংবাদিকদের হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইমামসহ অনেককে। নেতাকর্মীদের অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এই ত্যাগকে ধরে রাখতে হবে।’

মহানগর আওয়ামী লীগ সভাপতি  তালুকদার আব্দুল খালেক এমপি’র সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, মহানগর জাসদ সভাপতি রফিকুল হক খোকন, সাম্যবাদী দলের সম্পাদক কে এম ইকবাল।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের স্বাক্ষর
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের স্বাক্ষর
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা