X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ত্বকী হত্যার বিচার দাবি অনুষ্ঠানে হামলা!

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৬:০৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:১৫

হামলার শিকার সাংস্কৃতিক কর্মীরা নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর বিচার দাবিতে অবস্থান কর্মসূচি ও মোমশিখা প্রজ্জ্বালন অনুষ্ঠানের শেষে হামলার অভিযোগ উঠেছে। আয়োজকদের দাবি, বুধবার রাতে শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে অনুষ্ঠান শেষে জিনিসপত্র গোছানোর সময়ে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা ওই হামলা চালালে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সেক্রেটারি আহত হন। তবে পুলিশ বলছে, ব্যক্তিগত কোনও আক্রোশ থেকে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

প্রত্যক্ষদর্শী ও সাংস্কৃতিক কর্মীরা জানান, ত্বকী হত্যার ৪৭ মাস পূর্তি উপলক্ষে বিচার দাবিতে বিকালে চাষাঢ়া শহীদ মিনারে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের অবস্থান কর্মসূচি হয়। সেখানে বক্তারা ত্বকী হত্যার জন্য এমপি শামীম ওসমান ও তার ভাতিজা আজমেরী ওসমানকে দায়ী করেন। ত্বকী মঞ্চের কর্মসূচির পর রাতে সেখানে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের মাসিক কর্মসূচির অংশ হিসেবে মোম শিখা প্রজ্জ্বালন করে।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল বলেন, ‘রাত সাড়ে ৭টার দিকে কর্মসূচি শেষে জিনিসপত্র গোছানোর সময় ৮ থেকে ১০ জনের মুখোশ পরা এক দল হামলাকারী দেশীয় অস্ত্র নিয়ে উঠে মোমগুলো পায়ে মারিয়ে দেয়। পরে শহীদ মিনারে টানানো ত্বকী হত্যার বিচার দাবিতে ব্যানারে কেটে ছিড়ে ফেলে এবং মাইকস্ট্যান্ড নিয়ে সাংস্কৃতিক নেতাকর্মীদের দিকে ছুড়ে মারে। ওই সময় সাংস্কৃতিক কর্মীরা বাধা দিতে গেলে তাদের ওপর হামলা করে কয়েকজনকে মারধর করে পালিয়ে যায়। বাধা দিতে গেলে আমি আহত হই। তাদের মুখ বাধা থাকায় চেনা যায়নি।’

আহত ধীমান সাহা জুয়েলকে আহত অবস্থায় নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার আদনানের বরাত দিয়ে ওয়ার্ড বয় শফিক জানান, ‘জুয়েলের ডান হাতে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এছাড়া মুখে আঘাতের জন্য চিকিৎসা দেওয়া হয়।’

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, ‘শহীদ মিনারে অনুষ্ঠান চলাকালে আমাদের পর্যাপ্ত পুলিশ ছিল। অনুষ্ঠান শেষ করে যখন লোকজন চলে যায় তখন পুলিশও চলে আসে। হামলার অভিযোগ সঠিক না। হয়তো ব্যক্তিগত আক্রোশ থেকে কোনও ব্যক্তি বিশেষের ওপর হামলা করতে পারে।’

উল্লেখ্য এর আগে ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মোম শিখা প্রজ্জ্বালন শেষে একইভাবে অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা করে এবং ব্যানার ছিড়ে ফেলে অকথ্য ভাষায় গালাগালি করে।

/এফএস/

আরও পড়ুন- 

রোহিঙ্গা পুনর্বাসন: ঠেঙ্গারচর কি প্রস্তুত?

চিতা বিড়ালের শিকার ৬২ কুমির ছানা!

সম্পর্কিত
সর্বশেষ খবর
আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা
আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ: ২ আসামির স্বীকারোক্তি
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ: ২ আসামির স্বীকারোক্তি
‘সাংগ্রাই জলোৎসব’ যেন পাহাড়ে এক মিলন মেলা
‘সাংগ্রাই জলোৎসব’ যেন পাহাড়ে এক মিলন মেলা
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে