X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মেয়র মিরুর মুক্তিযোদ্ধা সনদ নিয়ে সংশয়

সিরাজগঞ্জ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৭, ১১:২৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১১:২৩

শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরু সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যাকাণ্ডের প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মিরুর মুক্তিযোদ্ধা সনদ নিয়ে সংশয় দেখা দিয়েছে। অভিযোগ ওঠায় গত ৯ মাস ধরে মিরুর মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ রাখা হয়েছে বলেও জানা গেছে। 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) শাহাজাদপুর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহারের হাতে রাষ্ট্রায়ত্ত্ব এসেনশিয়াল ড্রাগস কোম্পানির নিয়োগপত্র (উৎপাদনকর্মী পদে) তুলে দেওয়ার অনুষ্ঠানে মিরু প্রকৃত মুক্তিযোদ্ধা নন বলে সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন ফের অভিযোগ করেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, শাহজাদপুর উপজেলা কমান্ডের ডেপুটি কমান্ডার গাজী খালেকুজ্জামান ওই সভায় বলেন, ‘মেয়র মিরু ভুয়া মুক্তিযোদ্ধা হওয়ায় সমাজ সেবা অধিদফতরে অভিযোগ দিয়ে তার মুক্তিযোদ্ধা ভাতা গত ৯ মাস থেকে বন্ধ রাখা হয়েছে।’

শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান বলেন, ‘আমরা মিরুকে যুদ্ধের অনেক আগে থেকেই চিনি। স্বাধীনতা যুদ্ধের সময় তার বয়স ছিল ১১-১২ বছর। ওই বয়সে তিনি কীভাবে মহান স্বাধীনতাযুদ্ধে অংশ নেন, বিষয়টি আমাদের বোধগম্য নয়।’

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর-এনায়তেপুর) আসনের এমপি হাসিবুর রহমান স্বপন বলেন, ‘মিরু একজন ভুয়া মুক্তিযোদ্ধা এটা নিশ্চিত। অর্থের বিনিময়ে সে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানি ও সিরাজগঞ্জের মুক্তিযুদ্ধকালীন সংগঠন পলাশডাঙ্গা যুব শিবিরের অধিনায়ক  ডেপুটি স্পিকার আব্দুল লতিফ মির্জার জাল সনদ সংগ্রহ করে নিজেকে মুক্তিযোদ্ধা বানিয়েছে। বিষয়টি এরই মধ্যে ধরা পড়েছে। শাহজাদপুরের মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রমে এবার তার নাম বাদ দিয়ে সঠিক তালিকা কেন্দ্রে প্রতিবেদন পাঠানো হবে।’

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পৌর মেয়র হালিমুল হক মিরুর শটগানের গুলিতে দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল আহত হন। আহত অবস্থায় তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ঢাকায় নেওয়ার পথে দুপুরে মারা যান তিনি।

এ ঘটনায় গত ৫ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে অভিযুক্ত মেয়র হালিমুল হক মিরুকে রাজধানীর শ্যামলী এলাকা থেকে গ্রেফতার করা হয়। এই ঘটনার জের ধরে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারও করা হয়েছে।

/এআর/এফএস/

আরও পড়ুন- 


বইমেলায় শিশুদের বই নিয়ে অনেক প্রশ্ন

সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা