X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বনবিভাগের তদন্ত প্রতিবেদন: করমজলে কুমিরের বাচ্চা খেয়েছে চিতা বিড়াল

কামরুজ্জামান জসিম, মংলা
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৫৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৯

চিতা বিড়ালই খেয়েছে সুন্দরবনের করমজল প্রজনন কেন্দ্রের ১৯টি কুমিরের বাচ্চা। বনবিভাগ গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এমন তথ্য উল্লেখ করা হয়েছে। আর উধাও হওয়া এবং মৃত ৪৩টি কুমির বাচ্চার বিষয়টি নির্ভর করছে পুলিশের তদন্তের ওপর। বনবিভাগ বলছে, ফৌজদারি মামলা থাকায় পুলিশই এ বিষয়টি খতিয়ে দেখবে। অথচ কুমিরের বাচ্চা উধাও ও মৃত্যুর ঘটনায় গঠিত প্রথম তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছিল প্রজনন কেন্দ্রের দুই কর্মচারী এসব বাচ্চা পাচারের জন্য দায়ী।

কুমিরের বাচ্চা সুন্দরবন বিভাগের গঠিত দ্বিতীয় তদন্ত কমিটির দেওয়া তদন্ত প্রতিবেদনটি রবিবার পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তার দফতরে জমা দেওয়া হয়। এ কমিটির সদস্যরা ছিলেন করমজল ফরেস্ট অফিসের ইনচার্জ ফরেস্টার মো. তৌহিদুর রহমান, চাঁদপাই স্টেশন ইনচার্জ ফরেস্টার মো. আলাউদ্দিন ও চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মেহেদীজ্জামান।

তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, করমজলের কুমির রাখার ব্লকে সিসি ক্যামেরা স্থাপন করে সেটি যাচাই-বাছাই করা হয়। সেখানে স্থাপন করা ট্র্যাপিং ক্যামেরা চেক করে চিতা বিড়ালে কুমিরের বাচ্চা খাচ্ছে এমন দৃশ্য পাওয়া যায়। এতে তদন্ত দল পরের ১৯টি কুমিরের বাচ্চা হারানোর জন্য চিতা বিড়ালকে দায়ী করে।

তবে যেহেতু মামলা হয়েছে, সেহেতু প্রথম ও দ্বিতীয় দফায় পাচার বা চুরি হওয়া ৪৩টি কুমিরের বাচ্চার বিষয়ে পুলিশের তদন্ত রিপোর্ট পাওয়ার পর অভিযুক্ত দুই বনরক্ষীর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, বলে মত দিয়েছে তদন্ত কমিটি।

বন বিভাগের কর্মীদের হাতে মারা যাওয়া চিতা বিড়াল করমজল কুমির প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুর রহমান বলেন, ‘বর্তমানে প্রজনন কেন্দ্রে বিভিন্ন বয়সী ২১৫টি কুমিরের বাচ্চা রয়েছে। প্রজনন কেন্দ্রে কুমিরের বাচ্চা রক্ষায় পাহারা আরও জোরদার করা হয়েছে। সারারাত ৪ জন করে বনরক্ষী অস্ত্র নিয়ে ডিউটি করছেন এবং কয়েক মিনিট পরপর তেলের টিন পিটিয়ে শব্দ করা হচ্ছে।’

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মেহেদী-উজ্জামান বলেন, ‘কুমিরের বাচ্চা উধাও ও হত্যার ঘটনা বন্যপ্রাণী ঘটিয়েছে এমন ধারণা হলে ১০টি ট্রাপিং ক্যামেরা বসানো হয়। এরপর ৫ ফেব্রুয়ারি গভীর রাতে ওই চিতা বিড়ালটি দেখতে পাওয়া যায়। রাতেই এ বিষয়ে ঊর্ধ্বতন মহলকে জানিয়ে চিতা বিড়ালটিকে গুলি করে হত্যা করা হয়।’

করমজলের ২৭৭টি কুমির ছানার মধ্যে ৬২টি ছানাই ওই বিড়াল খেয়েছে এমন অভিমত প্রকাশ কলে এই বন কর্মকর্তা আরও বলেন, “প্রথম দফার তদন্ত প্রতিবেদন ছিল ‘অনুমান নির্ভর’। চিতা বিড়ালটির পোস্টমর্টেম রিপোর্টে তার পেটে কুমিরের শরীরের অনেকগুলো খণ্ডাংশ ও মাথা পাওয়া গেছে।’

উল্লেখ্য, গত ২৯ ও ৩০ জানুয়ারি করমজল কুমির প্রজনন কেন্দ্র হতে দু’দফায় ৩৭টি কুমির বাচ্চা রহস্যজনক ভাবে গায়েব হয়। এছাড়া মৃত উদ্ধার হয় আরও ৬টি কুমির বাচ্চা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট বিভাগ এক বনকর্মীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত ও অস্থায়ী এক কর্মচারীকে চাকরিচ্যুতির পর তাদের আসামি করে থানায় মামলা করে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ৫ ফেব্রুয়ারি নতুন করে আরও ১৯টি কুমির বাচ্চার খণ্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়।

/এমও/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর চায় বিএনপি: ওবায়দুল কাদের
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর চায় বিএনপি: ওবায়দুল কাদের
খিলগাঁওয়ে রিকশাচালকের মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে রিকশাচালকের মরদেহ উদ্ধার
ইউনূস সেন্টার মিথ্যাচার করেছে, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর
ইউনূস সেন্টার মিথ্যাচার করেছে, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি