X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘অরণ্যের’ জন্য ভালোবাসা পুলিশ কর্মকর্তার

ঝিনাইদহ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৪৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৬

অরণ্যের জন্য পাঠানো উপহার তুলে দেওয়া হচ্ছে ঝিনাইদহের কালীগঞ্জে জঙ্গলে কুড়িয়ে পাওয়া সেই শিশু অরণ্যকে ভুলে যাননি কালীগঞ্জ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তাই বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সোমবার রাতে অরণ্যের জন্য উপহার পাঠিয়েছেন তিনি। অকৃত্রিম ভালোবাসার উদাহরণ হিসেবে তিনি অরণ্যকে দীর্ঘদিন পরেও মনে রেখেছেন। নিজে আসতে না পারলেও তার জন্য পাঠিয়েছেন হরলিক্স, পোশাকসহ বিভিন্ন উপহার সামগ্রী।

২০১৫ সালের ১৭ ডিসেম্বর সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের একটি কবরস্থানের জঙ্গলে সদ্য ভূমিষ্ট নবজাতক শিশুকে এলাকাবাসী পড়ে থাকতে দেখে স্থানীয় থানা পুলিশকে খবর দেন। পরে থানার সাবেক ওসি আনোয়ার হোসেন নিজে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। জঙ্গলে পড়ে পাওয়ায় তার নাম রাখেন অরণ্য। শিশুটিকে পাওয়ার পর তাকে ডাক্তার দেখানো, দুধ ও পোশাক কিনে দেওয়াসহ নাম রাখার প্রথম কাজটি করেছিলেন তিনি। পরে ওসি আনোয়ার হোসেনের কাছ থেকে শিশুকে দত্তক নেন গোপালপুর গ্রামের বসির আহম্মেদ ও আমেনা খাতুন দম্পত্তি। সেই পালিত পিতা মাতার কাছে বেশ আদর যত্নে বড় হচ্ছে অরণ্য।

ওসি আনোয়ার হোসেন বর্তমানে মেহেরপুর জেলার গাংনী থানায় কর্মরত রয়েছেন। এখনও তিনি শিশু অরণ্যের খোঁজ-খবর রাখেন।

মোবাইলে এ পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পুলিশের মনে কি ভালোবাসা থাকতে পারে না? পুলিশের মনেও আবেগ, অনুভুতি, ভালোবাসা আছে। শিশুটির কথা প্রায়ই মনে পড়ে। ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারি না। ফোনে ওর খোঁজ-খবর নেই। বিভিন্ন সময় বিভিন্নজনকে দিয়ে ওর জন্য সাধ্যমতো উপহার সামগ্রী পাঠাই। আর বিশ্ব ভালোবাসা দিবসে অরণ্যের প্রতি তো বিশেষ রকম ভালোবাসা থাকতেই পারে।’ 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা