X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

অর্থ আত্মসাৎ মামলায় বরিশাল যুবলীগ নেতা কারাগারে

বরিশাল প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:২৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:৫৭

দুদক ক্ষমতার অপ-ব্যবহার করে ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় আটক বরিশাল নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহিন সিকদার,  তার স্ত্রী নাঈমা সিকদার ও ইউনাইডেট কমার্শিয়াল ব্যাংক বরিশাল শাখার ক্রেডিট ইনচার্জ মো. জাকির হোসেন রাঢ়ীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অমিত কুমার দে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বরিশাল কোলোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন জানিয়েছেন এ তথ্য জানান।

মামলা সূত্রে জানা গেছে, সোমবার রাতে  নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার বাসিন্দা ও বরিশাল মহানগরীর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহিন শিকদার, তার স্ত্রী নাঈমা রহমান ও ইউনাইডেট কমার্শিয়াল ব্যাংক বরিশাল শাখার ক্রেডিট ইনচার্জ মো. জাকির হোসেন রাঢ়ীকে দুদক আটক করে। এরপর পুলিশ মঙ্গলবার তাদের আদালতে হাজির করলে  বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরিশাল কার্যালয় সূত্র জানায়, আসামিরা পরস্পর যোগসাজসে ক্ষমতার অপ-ব্যবহার করে ইউনাইডেট কমার্শিয়াল ব্যাংক বরিশাল শাখা থেকে ঋণসীমা বাড়িয়ে ভাউচার মূলে ২৫ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা এবং ব্যাংক হিসাব স্থানান্তরের মাধ্যমে ৬ লাখসহ মোট ৩১ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেন।

পরবর্তী সময়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে বিষয়টি ধরা পড়লে তাদের মাধ্যমে দুদকের বরিশাল জেলা শাখায় একটি অভিযোগ দাখিল করা হয়।  ওই অভিযোগের পর বিস্তারিত তদন্ত শেষে দুদক জেলা শাখার উপ-পরিচালক মো. মতিউর রহমান গত বছরের ১৯ ডিসেম্বর কোতোয়ালী থানায় দুদক আইনে একটি মামলা দায়ের করেন ।

মামলাটি বিচারের জন্য আদালতে পাঠালে আদালত থেকে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ