X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার মামলা আইন অনুযায়ী চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৫

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘দেশে এখন আইনের শাসন আছে। আইন তার নিজস্ব গতিতেই চলছে। আমরা কেউ আইনের ঊর্ধ্বে না। যে যতটুকু অপরাধ করবে তাকে ততটুকু শাস্তি ভোগ করতে হবে। আমরা আমাদের দলের লোকজনদেরও আইনের আওতায় এনেছি। এটা একটি বার্তা। খালেদা জিয়ার মামলাও আইন অনুযায়ী চলবে।’

বৃহস্পতিবার দুপুর ২টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

জঙ্গিবাদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার উন্নয়নে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। জঙ্গিবাদ নির্মূলে সরকার কাজ করছে। বর্তমানে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। আশা করি সবাইকে নিয়ে জঙ্গিবাদ নির্মূল করতে পারবো।’

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রশিদ ভূইয়া,  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক যুগ সম্পাদক সিরাজুল ইসলাম ভুইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

বিকালে তিনি আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশে যোগ দেবেন। আড়াইহাজার পৌরসভার ঝাউগাড়া এলাকায় প্রায় সোয়া বিঘা জায়গার ওপর বাংলাদেশ গণপূর্ত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ফায়ার) এর আওতায় ফায়ার সার্ভিসের অত্যাধুনিক তিন তলা ভবন নির্মিত হয়েছে যেখানে নির্মাণ ব্যয় হয়েছে প্রায় ৮ কোটি টাকা।

নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আবুল হোসেন জানান, দ্বিতীয় শ্রেণির পদমর্যাদার একজন স্টেশন অফিসারের তত্ত্বাবধানে ২৫ থেকে ৩০ জন সরকারি স্টাফ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। মোট চারটি গাড়ি অগ্নিনির্বাপন কাজে নিয়োজিত থাকবে। এর মধ্যে একটি অ্যাম্বুলেন্স, একটি রেকি (হর্ন বাজিয়ে রাস্তা ক্লিয়ারের কাজে নিয়োজিত) ও পানি সরবরাহে দুটি গাড়ি প্রস্তুত থাকবে।  নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ, দাউদকান্দি, নরসিংদী এবং ডেমরা সারুলিয়া মোট পাঁচটি  ফায়ার সার্ভিস স্টেশনের সঙ্গে আড়াইহাজার ফায়ার সার্ভিসের সরাসরি যোগাযোগ থাকবে। এতে যেকোনও বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটার সঙ্গে সঙ্গে কানেকটিভিটি পাঁচটি ফায়ার সার্ভিস যুক্ত হয়ে সম্মিলিতভাবে আগুন নেভাতে সক্ষম হবে।

/এফএস/ 

আরও পড়ুন- 


‘সংসদ নির্বাচনে ই-ভোটিং প্রবর্তন বিবেচনায় রয়েছে’

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি