X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে এসএসসি পরীক্ষা দেরিতে শুরু, কেন্দ্র সচিবকে অব্যাহতি

গাজীপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৫৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৫৯

গাজীপুর গাজীপুরের শ্রীপুরে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেরিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু করায় কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার জায়গায় কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আউয়াল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া ওই শিক্ষকের নাম আমজাদ হোসেন নাহিন। তিনি আলহাজ্ব ধনাই বেপারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আউয়াল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) অন্য পরীক্ষার সঙ্গে ফিন্যান্স ও ব্যংকিং বিষয়ের (নৈর্ব্যক্তিক) পরীক্ষা ছিল। ভুলে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষ ওই বিষয়ের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র সংগ্রহ না করেই পরীক্ষা শুরু করে দেন। এসময় বিপাকে পড়েন ওই বিষয়ের তিন শতাধিক পরীক্ষার্থী।’
আব্দুল আউয়াল বলেন, ‘পরে প্রশ্ন পত্র সংগ্রহ করে ১৫ মিনিট পর তাদের পরীক্ষা শুরু করেন কেন্দ্র কর্মকর্তারা। এজন্য শিক্ষার্থীদের ১৫ মিনিট অতিরিক্ত সময়ও দেওয়া হয়। পরীক্ষা দেরি করে শুরু করার অভিযোগে কেন্দ্র সচিব নাহিনকে অব্যাহতি দিয়ে শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ওই দায়িত্বে দেওয়া হয়।’ নাহিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বরাবার সুপারিশ করা হয়েছে বলে জানান ইউএনও।
কেন্দ্র সচিব আমজাদ হোসেন নাহিন এ প্রসঙ্গে জানতে চাইলে বলেন, ‘মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব হারুন-অর রশীদ উপজেলা প্রশাসনের কাছ থেকে সকালে কেন্দ্রের সব বিষয়ের প্রশ্ন বুঝে নিয়ে আসেন। কিন্তু ভুল করে উনি পুরাতন পরীক্ষার্থীর প্রশ্নপত্র না নিয়ে চলে আসেন। পরে পাশের কেন্দ্র থেকে কিছু প্রশ্ন আনা হয়। এর মধ্যেই আবার থানা থেকে বাকি প্রশ্ন এনে পরীক্ষা শুরু করা হয়।’
কেন্দ্রের একাধিক পরীক্ষার্থীর অভিভাবকদের অভিযোগ, অন্য কেন্দ্র ও থানা থেকে প্রশ্ন সংগ্রহ করতে গিয়ে প্রায় ৪০ মিনিট পর পরীক্ষার শুরু করেন কেন্দ্র কর্তৃপক্ষ।
/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া